ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজহারীকে নিয়ে, সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট বর্ষার

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ৩১ ১৭:১৭:২১
আজহারীকে নিয়ে, সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্ট বর্ষার

গ্ল্যামার জগতের চাকচিক্য পেছনে ফেলে আধ্যাত্মিক প্রশান্তি ও ধর্মীয় জীবন যাপনে মনোযোগী হয়েছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। বর্তমানে রূপালী পর্দার চেয়ে ইবাদত-বন্দেগি ও ইসলামি জ্ঞান অর্জনই তার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি বই পড়ে নিজের বিশেষ অনুভূতি প্রকাশ করেছেন এই তারকা।

বইটি নিয়ে বর্ষার উচ্ছ্বাস

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করেন বর্ষা। সেখানে দেখা যায়, ড. মিজানুর রহমান আজহারীর সংকলিত ‘এক নজরে কুরআন’ বইটি তার সংগ্রহে রয়েছে। ছবির ক্যাপশনে তিনি জানান, এই বইটি পড়ার আকাঙ্ক্ষা তার দীর্ঘদিনের। নিজের পাশাপাশি দুই বোনের জন্যও তিনি আরও দুটি বই সংগ্রহ করেছেন।

পোস্টটিতে বর্ষা বিনয়ের সঙ্গে উল্লেখ করেন, জীবন সম্পর্কে তার জানার পরিধি হয়তো খুব বেশি নয়, তবে এই বইটির মাধ্যমে পবিত্র কুরআন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদী। একই সঙ্গে এমন একটি অসাধারণ বই রচনার জন্য আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এই নায়িকা।

চলচ্চিত্র থেকে দূরে থাকার নেপথ্যে

গত বছর ওমরাহ পালন করতে পবিত্র মক্কায় যাওয়ার পর থেকেই বর্ষার জীবনদর্শনে আমূল পরিবর্তন আসে। সেখান থেকে ফিরেই তিনি ঘোষণা দিয়েছিলেন অভিনয় জগতকে বিদায় জানানোর। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ ও তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্তমানে তাকে নতুন কোনো সিনেমায় দেখা না গেলেও মাঝেমধ্যে ফটোশুট বা ঘরোয়া অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ে। অবসরে তিনি এখন সিনেমা জগতের গল্পের চেয়ে ধর্মীয় সাহিত্যের পাতায় সময় কাটাতে বেশি পছন্দ করছেন।

স্মৃতিতে বর্ষার ক্যারিয়ার

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রেখেছিলেন বর্ষা। ক্যারিয়ারের প্রতিটি ধাপেই স্বামী ও চিত্রনায়ক অনন্ত জলিলের সাথে জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছেন তিনি। পর্দার রসায়ন বাস্তবে রূপ নেয় ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর, যখন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে আরিজ ও আবরার নামের দুই পুত্রসন্তানকে নিয়ে এই তারকা দম্পতির সুখের সংসার।

একজন জনপ্রিয় চিত্রনায়িকা থেকে সাধারণ ও ধার্মিক জীবন যাপনের এই রূপান্তর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ