ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

Alamin Islam

Senior Reporter

টপ এন্ড টি-টোয়েন্টি: প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৯ ১২:১৮:৪৯
টপ এন্ড টি-টোয়েন্টি: প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সবুজ মাঠে আবারও বাজতে যাচ্ছে ব্যাট-বলের সুর। শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। টুর্নামেন্টের সূচি প্রকাশের মধ্য দিয়েই জোর প্রস্তুতিতে নেমেছে দলগুলো। এবারের আসরে বিশেষ নজর বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের দিকে—কারণ গতবার ঠিক ফাইনাল অবধি লড়াই করেছিল তারা।

১৪ আগস্ট মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম বল। আর প্রথম দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগার এইচপি দল। হাইভোল্টেজ সেই ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের শিরোপা মিশন।

পরবর্তী ম্যাচগুলোয় একের পর এক প্রতিপক্ষ—১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট বিগ ব্যাশের চেনা মুখ পার্থ স্কর্চার্স। এরপর ১৯ আগস্ট বাংলাদেশ খেলবে এনটি স্ট্রাইকের বিপক্ষে।

২১ আগস্ট মুখোমুখি হবে মেলবোর্ন স্টার্স। আর লিগ পর্বের শেষ দিনে ২৩ আগস্ট প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স, যাদের কাছে গতবারের ফাইনালে হেরে যেতে হয়েছিল টাইগারদের।

টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট।

তরুণদের নিয়ে বড় স্বপ্ন

বাংলাদেশ এইচপি দল মানেই প্রতিভাবান তরুণদের মঞ্চ। যারা একদিন জাতীয় দলে ঝলক দেখাতে পারে, তাদেরই একেকজন এখন এই দলে। গতবার টুর্নামেন্টে বাংলাদেশ দল ছিল দুর্দান্ত। একের পর এক ম্যাচ জিতে পৌঁছে গিয়েছিল ফাইনালে। তবে শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরেই হোঁচট—৩২ রানে হেরে ট্রফি হাতছাড়া হয়।

তবে এবার প্রত্যাবর্তনের পালা। ব্যর্থতার রং মুছে নতুন করে ইতিহাস লেখার সময়।

রঙিন দলগুলোর কোলাজে তিন দেশ

এইবারের আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৮টি দল। বিগ ব্যাশ লিগের চারটি জনপ্রিয় দল—মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টার্স, পার্থ স্কর্চার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স। সঙ্গে রয়েছে কিংসম্যান, এসিটি কমেটস ও এনটি স্ট্রাইক। আর জাতীয় প্রতিনিধিত্বকারী দল হিসেবে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল। উল্লেখ্য, নেপাল এবারই প্রথমবার অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

সূচি এক নজরে (বাংলাদেশ এইচপি):

১৪ আগস্ট – বনাম পাকিস্তান

১৬ আগস্ট – বনাম নেপাল

১৭ আগস্ট – বনাম পার্থ স্কর্চার্স

১৯ আগস্ট – বনাম এনটি স্ট্রাইক

২১ আগস্ট – বনাম মেলবোর্ন স্টার্স

২৩ আগস্ট – বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স

২৪ আগস্ট – সেমিফাইনাল ও ফাইনাল

এবার লক্ষ্য একটাই: ট্রফি!

ফাইনালের হতাশা এবার অনুপ্রেরণা। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, প্রতিটি ম্যাচেই লক্ষ্য থাকবে একটাই—জয়! এবার শিরোপা নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ এইচপি দল।

অস্ট্রেলিয়ার আবহাওয়া, ব্যাটিং-বান্ধব উইকেট আর অভিজ্ঞ দলের বিপক্ষে লড়াই—সব মিলিয়ে এটি তরুণ টাইগারদের জন্য হতে যাচ্ছে এক দারুণ অভিজ্ঞতার প্ল্যাটফর্ম। এখন দেখার অপেক্ষা, এই প্ল্যাটফর্মে কে কে নিজেদেরকে ভবিষ্যতের তারকা হিসেবে গড়ে তুলতে পারেন।

মাঠে নামছে তরুণ টাইগার বাহিনী, লক্ষ্য শিরোপা—অপেক্ষা কেবল ২২ গজে আলো ছড়ানোর!

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ