ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৯ ২২:৫৩:১০
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এক বছরের কারাদণ্ড

এক বছরের কারাদণ্ড ব্রাজিল কোচ আনচেলত্তির, কর ফাঁকির মামলায় শাস্তি

নিজস্ব প্রতিবেদক: ফুটবলের মাঠে দুর্দান্ত পরিকল্পনায় দলকে জয়ের পথ দেখানো কার্লো আনচেলত্তি এবার আদালতের কাঠগড়ায় হার মানলেন। কর ফাঁকির এক দশক পুরোনো মামলায় এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। তবে স্বস্তির খবর, এই সাজা হলেও জেলে যেতে হচ্ছে না বর্তমান ব্রাজিল জাতীয় দলের কোচকে।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে, যখন আনচেলত্তি প্রথম দফায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সে সময় ইমেজ স্বত্ব থেকে তিনি ১০ লাখ ইউরোর বেশি আয় করেন, কিন্তু সেসব আয়ের কর পরিশোধ করেননি।

চলতি বছরের মার্চে স্পেনের সরকারি কৌঁসুলিরা আনচেলত্তির বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলেন এবং তার ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানা চেয়ে আবেদন করেন। তবে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এক বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

যদিও স্পেনের আইন অনুযায়ী, অহিংস অপরাধে দুই বছরের কম শাস্তি হলে সাধারণত কারাদণ্ড কার্যকর হয় না। সেই ধারাতেই কার্লো আনচেলত্তি এবার জেলের গারদে যাচ্ছেন না। তবে জরিমানার বোঝা অবশ্যই কাঁধে নিতে হবে এই বর্ষীয়ান কোচকে।

প্রসঙ্গত, ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত সাফল্য এনে দেওয়ার পর আনচেলত্তি এখন দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল দলের প্রধান কোচ। মাঠে তিনি যতই সফল হোন না কেন, আইনের চোখে পুরোনো ভুলের খেসারত এবার তাঁকে দিতেই হলো।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ