ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বড় ঘোষণা: সরকারের নতুন সিদ্ধান্ত জানুন

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১১ ১২:৩৯:৫১
নির্বাচনের আগে পে স্কেল নিয়ে বড় ঘোষণা: সরকারের নতুন সিদ্ধান্ত জানুন

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত ‘নবম পে স্কেল’ বা নতুন বেতন কাঠামোর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে থাকলেও এর আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে কৌশলী অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি বিবেচনায় নিয়ে এখনই নতুন স্কেল ঘোষণা না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বেতন কাঠামোর একটি স্থায়ী ও আধুনিক ফ্রেমওয়ার্ক তৈরির কাজ পুরোদমে সচল রাখা হয়েছে।

চূড়ান্ত রূপরেখা প্রণয়নে ব্যস্ত পে-কমিশন

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সভাপতিত্বে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের মেয়াদ স্বল্প হওয়ায় তারা কেবল একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা তৈরি করবে। এটি পরবর্তীতে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা হবে যাতে তারা দায়িত্ব গ্রহণের পর তা দ্রুত বাস্তবায়ন করতে পারে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জানুয়ারি পে-কমিশনের শেষ বা চূড়ান্ত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় সুপারিশমালা চূড়ান্ত করে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।

বেতনের ব্যবধান ও সর্বনিম্ন স্কেল: কী থাকছে নতুন প্রস্তাবে?

কমিশনের অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, বেতন বৈষম্য কমিয়ে আনতে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ হলো, ২০তম গ্রেডের কর্মচারীর মূল বেতন যদি ১০০ টাকা হয়, তবে ১ নম্বর গ্রেডের কর্মকর্তার মূল বেতন হবে ৮০০ টাকা।

সর্বনিম্ন মূল বেতন নির্ধারণের ক্ষেত্রে তিনটি ভিন্ন প্রস্তাবনা টেবিলে রয়েছে:

প্রথম প্রস্তাব: ২১,০০০ টাকা।

দ্বিতীয় প্রস্তাব: ১৭,০০০ টাকা।

তৃতীয় প্রস্তাব: ১৬,০০০ টাকা।

আগামী ২১ জানুয়ারির সভায় এই তিনটির মধ্য থেকে একটি নির্দিষ্ট অঙ্ক চূড়ান্ত হতে পারে।

আর্থিক সীমাবদ্ধতা ও নির্বাচন কালীন বাধ্যবাধকতা

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন ধার্য থাকায় এবং দেশের বর্তমান আর্থিক সংকট বিবেচনায় অন্তর্বর্তী সরকার এখনই বাড়তি ব্যয়ের বোঝা নিতে চাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ বিষয়ে স্পষ্ট জানিয়েছেন, ভোটের আগে নতুন পে স্কেল ঘোষণার সম্ভাবনা নেই এবং বর্তমান পরিস্থিতিতে এটিই হবে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।

একই সুর শোনা গেছে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কণ্ঠেও। তিনি জানান, মুদ্রাস্ফীতি ও সামাজিক অবস্থা বিবেচনা করে একটি যুগোপযোগী প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সরকার সময় পেলে ঘোষণা করবে, অন্যথায় নতুন সরকার এসে এর বাস্তবায়ন করবে।

অন্তর্বর্তীকালীন সময়ে ‘মহার্ঘ ভাতা’

নতুন পে স্কেল ঘোষণা করতে দেরি হলেও সরকারি কর্মচারীদের জন্য আপাতত স্বস্তির খবর হলো মহার্ঘ ভাতা। নিয়ম অনুযায়ী, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত তারা এই বিশেষ ভাতা প্রাপ্য হবেন।

প্রেক্ষাপট: জাতীয় বেতন কমিশন ২০২৫

উল্লেখ্য যে, জীবনযাত্রার ব্যয় ও উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ২৭ জুলাই ২৩ সদস্যের এই কমিশন গঠন করা হয়। ৬ মাসের সময়সীমা অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হবে। পরিবারের সদস্য সংখ্যা ৬ জন ধরে এই বেতন কাঠামোর গাণিতিক মডেল তৈরি করা হয়েছে।

সোহেল/

ট্যাগ: নতুন পে স্কেল জাকির আহমেদ খান পে কমিশন ১:৮ বেতন অনুপাত সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নবম পে স্কেল সর্বশেষ আপডেট পে-কমিশনের সিদ্ধান্ত ২০২৫ সরকারি চাকরির নতুন বেতন স্কেল নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২১ হাজার টাকা সর্বনিম্ন বেতন প্রস্তাব ১৭ হাজার টাকা সর্বনিম্ন বেতন স্কেল সরকারি কর্মচারীদের গ্রেড আপডেট সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২০২৫ নির্বাচনের আগে পে স্কেল ঘোষণা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আহসান এইচ মনসুর পে স্কেল মন্তব্য বাংলাদেশ পে কমিশন প্রতিবেদন New Pay Scale 2025 Bangladesh 9th Pay Scale latest news Government employees salary update BD National Pay Commission 2025 report BD Govt job new salary structure Minimum salary for govt employees Bangladesh Pay Scale ratio 1:8 Bangladesh Bangladesh Pay Scale 21000 proposal Interim government decision on Pay Scale Dearness Allowance for govt employees BD 9th Pay Commission BD Bangladesh Bank Governor on New Pay Scale New Pay Scale BD Government Salary Update Pay Commission Report Dearness Allowance BD

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ