ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মার্তিনেজকে ঋণে নিতে মরিয়া ম্যানইউ, ভিলার 'অবিশ্বাস্য' প্রতিক্রিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২২ ১১:০৬:২৪
মার্তিনেজকে ঋণে নিতে মরিয়া ম্যানইউ, ভিলার 'অবিশ্বাস্য' প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাদের গোলরক্ষক সংকট কাটাতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ইমিলিয়ানো মার্তিনেজকে দলে নিতে চেয়েছে। তবে ইউনাইটেডের এই চেষ্টা প্রত্যাশিত ফল বয়ে আনেনি। বরং অ্যাস্টন ভিলা ক্লাব তাদের এই প্রস্তাবে ‘অবিশ্বাস্য’ প্রতিক্রিয়া দেখিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

মার্তিনেজকে নিতে ঋণের প্রস্তাব ম্যানইউর

জানা গেছে, সম্প্রতি উইকেন্ডে ইউনাইটেড কর্তৃপক্ষ মার্তিনেজকে ঋণে আনার জন্য অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা করে। তবে শুরুতেই ভিলার পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়। তারা ইউনাইটেডের এমন প্রস্তাবকে ‘অবিশ্বাস্য’ বা বিস্ময়কর বলে অভিহিত করে।

কেন মার্তিনেজকে চায় ইউনাইটেড?

ম্যানইউর বর্তমান গোলরক্ষক আন্দ্রে ওনানা চোটের কারণে মৌসুমের শুরুতে মাঠের বাইরে থাকতে পারেন। তাছাড়া আগের দুই মৌসুমে তাঁর ধারাবাহিক ভুল ও অনিশ্চিত পারফরম্যান্স নিয়ে ক্লাবের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। তাই ইউনাইটেড চাইছিল অভিজ্ঞ ও ফর্মে থাকা একজন গোলরক্ষককে সাময়িক সময়ের জন্য দলে নিতে — যেই জায়গায় তাদের নজর পড়ে মার্তিনেজের ওপর।

অ্যাস্টন ভিলার স্পষ্ট বার্তা

তবে অ্যাস্টন ভিলা জানিয়ে দিয়েছে, ইমিলিয়ানো মার্তিনেজ তাদের দলের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাঁকে ঋণে ছাড়ার কোনো পরিকল্পনাই নেই। এমনকি ক্লাবের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, তাঁকে ছাড়া হতে হলে বড় অঙ্কের স্থায়ী ট্রান্সফার ফি লাগবে। সূত্র জানায়, মার্তিনেজের মূল্য প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড ধরা হয়েছে।

মার্তিনেজের বর্তমান অবস্থা

দুইবারের ইয়াশিন ট্রফিজয়ী এই গোলরক্ষক বর্তমানে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তিনি ইতোমধ্যে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ভিলার সঙ্গে তাঁর আরও চার বছরের চুক্তি বাকি, যা তাঁকে ক্লাবের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নিশ্চিত করে।

ইউনাইটেডের বিকল্প ভাবনা

মার্তিনেজের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় ম্যানইউ এখন বিকল্প খুঁজছে। ইউরোপের বিভিন্ন ক্লাবের গোলরক্ষকদের ওপর নজর রাখছে তারা। এর মধ্যে বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছে।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ