ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ বনাম লাওস: ৫৯ মিনিটে আবারও গোল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৯:৫২:০৫
বাংলাদেশ বনাম লাওস: ৫৯ মিনিটে আবারও গোল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ লাওসের বিপক্ষে শক্তিশালী অবস্থানে রয়েছে। ম্যাচের প্রথমার্ধে ৩৫ মিনিটে অধিনায়ক সাগরিকা খন্দকার এক দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর প্রথমার্ধে আর কেউ গোল করতে না পারলেও লাল-সবুজরা আত্মবিশ্বাস ধরে রাখে।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশের আক্রমণ আরো বাড়ে এবং ৫৯ মিনিটে আকিদা খাতুন গোল করে ব্যবধান ২-০ করে দেন। এই গোল দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে এবং জয় ধরে রাখার আশা জাগিয়েছে।

বর্তমানে ম্যাচের ৬৫ মিনিটের খেলা চলছে, যেখানে বাংলাদেশ তার খেলার নিয়ন্ত্রণ বজায় রাখছে।

বাংলাদেশ দলের জন্য এটি বড় একটি সুযোগ, কারণ গতকালের অনূর্ধ্ব-২০ সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই বাছাইপর্বে নিজেদের অস্তিত্ব জানানোর লক্ষ্য নিয়ে মাঠে নামা হয়েছে। দলের কোচ পিটার বাটলার বলেন, “আমাদের পরিকল্পনা স্পষ্ট, আমরা প্রতিটি ম্যাচে জয়ের জন্য খেলছি এবং লক্ষ্য মূলপর্বে জায়গা করা।” অধিনায়ক সাগরিকা বলেন, “দল একত্রে কাজ করছে, আমরা আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রম করছি।”

গ্রুপ ‘এইচ’-এ বাংলাদেশের প্রতিপক্ষ লাওস ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া ও তিমুর-লেস্তে। প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গ্রুপে, তাই শুরু থেকেই শক্ত অবস্থান তৈরি করাটাই জরুরি।বাংলাদেশ এখন পর্যন্ত লাওসের বিরুদ্ধে অপরাজিত রয়েছে, সেই ধারাকে ধরে রেখে তারা আজও জয় পেতে মরিয়া।

ম্যাচটি লাইভ দেখুন এখানে

খেলা সরাসরি দেখা যাচ্ছে ইউটিউবের “LAOFF TV” চ্যানেল ও ফেসবুকে “Bangladesh Women vs Laos Women live match” সার্চ করে। ফুটবলপ্রেমীরা উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারেন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ