দুধ-ডিম-ভেড়ার পর ম্যাচসেরা পুরস্কার হিসেবে পেলেন ৫৫ কেজি আলু
নিজস্ব প্রতিবেদক: স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলে ম্যাচসেরা খেলোয়াড়দের ব্যতিক্রমী পুরস্কার দেওয়ার সংস্কৃতি নতুন নয়। কখনও ডিম, কখনও দুধ কিংবা ভেড়ার বাচ্চা—এসব ব্যতিক্রমী উপহার অনেকবারই দেখা গেছে। এবার সেই তালিকায় যোগ হলো আরও একটি অদ্ভুত সংযোজন। ডেনমার্কের একটি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড় পুরস্কার হিসাবে পেয়েছেন পুরো ৫৫ কেজি আলু!
গত রোববার ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগের ম্যাচে নরশেল্যান্ডকে ৩–২ গোলে হারায় সোনারইয়ুস্কা ক্লাব। দলের হয়ে প্রথম গোল করা ফরাসি সেন্টারব্যাক ম্যাক্সিম সউলাস নির্বাচিত হন ম্যাচসেরা খেলোয়াড় হিসেবে। পুরস্কার ঘোষণার সময় মাঠে ঢোকে একটি ঠেলাগাড়ি ভর্তি করে আলু—যার ওজন ৫৫ কেজি! মজার এই পুরস্কার হাসিমুখেই গ্রহণ করেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।
পুরস্কার নিয়ে সউলাস পরবর্তীতে জানিয়েছেন, ‘এই আলুগুলো আমি ক্লাব ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। তারা সেগুলো সুপ কিচেনে দান করে দিয়েছে।’ সোনারইয়ুস্কার কমিউনিকেশন ডিরেক্টর জ্যাকব রাভ্ন জানান, ম্যাচের স্পন্সর প্রতিষ্ঠানই আলুকে পুরস্কার হিসেবে বেছে নিয়েছিল। মজার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে কৌতুহল তৈরি হয়।
এর আগেও স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলে এ ধরনের মজার ঘটনা দেখা গেছে। নরওয়ের ক্লাব ব্রাইন এফকে ব্যতিক্রমী পুরস্কারের জন্য বেশ পরিচিত। কোনো ম্যাচে তারা সেরাদের হাতে তুলে দেয় ১০০টি ডিম, আবার কোনো ম্যাচে ৪০ ব্যাগ ওটস বা এমনকি একটি ভেড়ার বাচ্চাও। যেখানে মাঠের পারফরম্যান্সের পুরস্কার হিসেবে খাদ্যপণ্য পাওয়া যেন এক রীতি হয়ে দাঁড়িয়েছে।
এই ব্যতিক্রমী পুরস্কার প্রথার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন এক দর্শন। নরওয়ে ও ডেনমার্কের বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাঁদের প্রতি সম্মান ও স্বীকৃতিই প্রকাশ পায় এমন কৃষিপণ্য দিয়ে পুরস্কৃত করার মধ্য দিয়ে। ফলে ট্রফি বা মেডেলের পরিবর্তে আলু, দুধ কিংবা ডিম মাঠেই তুলে দেওয়া হয় ম্যাচসেরা খেলোয়াড়ের হাতে।
ফুটবল মাঠে তাই পারফরম্যান্সের স্বীকৃতির পাশাপাশি মজার অভিজ্ঞতাও হয়ে উঠছে আলাদা আকর্ষণ। আর ম্যাচ শেষে ট্রফির বদলে ৫৫ কেজি আলু পাওয়া—এ যেন স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলের জমজমাট “কৃষি সংযোগ”-এরই মজাদার ধারাবাহিকতা।
FAQ (প্রশ্ন ও উত্তর):
প্রশ্ন: স্ক্যান্ডিনেভিয়ান ফুটবলে কেন এমন ব্যতিক্রমী পুরস্কার দেওয়া হয়?
উত্তর: এই অঞ্চলের মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত হওয়ায় কৃষিপণ্য দিয়ে খেলোয়াড়দের পুরস্কৃত করে স্থানীয় কৃষকদের সম্মান জানানো হয়।
প্রশ্ন: ম্যাচসেরা হয়ে কে ৫৫ কেজি আলু পেয়েছেন?
উত্তর: ডেনিশ লিগে সোনারইয়ুস্কার ফরাসি ডিফেন্ডার ম্যাক্সিম সউলাস ম্যাচসেরা হয়ে ৫৫ কেজি আলু পেয়েছেন।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিশাল সুখবর: এক লাখের নিচে নেমে আসতে পারে সোনা!
- জোটের শীর্ষ ১২ নেতাকে 'সবুজ সংকেত' দিল বিএনপি, দেখুন তালিকা
- আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত জানুন সোনার মূল্য তালিকা
- আবারও কমলো স্বর্ণের দাম, ২২ ক্যারেটের স্বর্ণের ভরি কত
- সেন্ট্রাল ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- যে কারণে প্রার্থী তালিকায় নাম নাইরিজভী ও নজরুল
- চলছে আর্জেন্টিনা বনাম বেলজিয়াম ম্যাচ: ৫ গোল, ৮০ মিনিটের খেল শেষ, জানুন ফলাফল
- রিজভী-নজরুল প্রার্থী তালিকায় নাম না থাকার নেপথ্যের কারণ জানাল বিএনপি
- আর্জেন্টিনা বনাম বেলজিয়াম ম্যাচ: ৯০ মিনিটের খেল শেষ, জেনে নিন ফলাফল
- লভ্যাংশ ও প্রান্তিক প্রকাশের তারিখ ঘোষণা করলো ৫ কোম্পানি
- বিএনপির মনোনয়ন পেলেন যারা ২০২৫: ঢাকার ১৩টি আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম হন্ডুরাস ম্যাচ: ১৬ মিনিটেই ২ গোল, সরাসরি দেখুন (Live)
- ৭ কোম্পানিতে টাকার 'বৃষ্টি', বিনিয়োগকারীদের মুখে ফোটালো হাসি
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- চলছে আর্জেন্টিনা বনাম বেলজিয়াম ম্যাচ: গোল, গোল, খেলাটি সরাসরি দেখুন (Live)