ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

সেমিফাইনালের রাগ গিয়ে পড়ল চ্যাম্পিয়ন্স লিগে, নিষিদ্ধ বার্সা কোচ ফ্লিক!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৯ ১০:৫৫:৫০
সেমিফাইনালের রাগ গিয়ে পড়ল চ্যাম্পিয়ন্স লিগে, নিষিদ্ধ বার্সা কোচ ফ্লিক!

নিজস্ব প্রতিবেদক: গত মৌসুমটা যেন বার্সেলোনার স্বপ্নময় সময়—লা লিগায় শিরোপা, কাপ প্রতিযোগিতায় দাপট, একের পর এক জয়ের ধারা। কিন্তু সেই জয়ের ট্রেন হঠাৎ থেমে যায় ইউরোপ সেরার আসরে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে অ্যাগ্রিগেটে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় কাতালানরা।

কিন্তু হারের কষ্টে শেষ হয়নি গল্প। সেই ম্যাচের রেফারির সিদ্ধান্তে ক্ষোভ উগরে দেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ফলাফল—উয়েফার শাস্তির খড়গ! আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন না তিনি, সঙ্গে ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮ লাখ টাকার বেশি) জরিমানা। সহকারী কোচ মার্কাস সর্গও পেয়েছেন একই শাস্তি।

শুধু কোচরা নয়, জরিমানার তালিকায় নাম উঠেছে দুই তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানদোভস্কিরও। অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশ না মানায় উয়েফা তাদের প্রত্যেককে ৫ হাজার ইউরো (প্রায় ৭ লাখ টাকা) জরিমানা করেছে।

এদিকে সমর্থকদের লাগামহীন উদযাপনও গুনতে হচ্ছে বার্সেলোনাকে। মাঠে বস্তু নিক্ষেপের দায়ে ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোর কারণে আরও ২ হাজার ৫০০ ইউরো—সব মিলিয়ে প্রায় ১১ লাখ টাকার জরিমানা।

শাস্তির খাতা খুলেছে প্রতিপক্ষ ইন্টার মিলানও। তাদের সমর্থকরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করায় ২২ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোয় আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা হয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪৭ লাখ টাকা গুনতে হবে ইতালিয়ান ক্লাবটিকে।

তবে এত কিছুর পরও শেষ হাসি হেসেছিল পিএসজি। ফাইনালে ইন্টারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ফরাসি চ্যাম্পিয়নরা ইউরোপ সেরা হয় একতরফা আধিপত্যে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ