ড্র করলেই চ্যাম্পিয়ন, এশিয়া কাপের টিকিট নিশ্চিতে সহজ সমীকরণ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে গত মাসেই নারী ফুটবলে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ—প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে জায়গা। এবার সামনে আরও বড় চ্যালেঞ্জ, অ-২০ এশিয়ান কাপের চূড়ান্ত আসরে খেলার হাতছানি। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে মূল পর্বে লাল-সবুজদের দেখা মেলেনি কখনোই। এবার সেই স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে আফিদারা।
এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দলকে আট গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি মূল পর্বে যাবে, আর সেরা তিন রানার্স আপ পাবে অতিরিক্ত টিকিট। এই মুহূর্তে সব গ্রুপেই দুই রাউন্ডের খেলা শেষ, আর চলছে শেষ ম্যাচের আগে জটিল সমীকরণের হিসাব-নিকাশ।
এইচ গ্রুপে এগিয়ে আফিদারা
বাংলাদেশ রয়েছে শেষ গ্রুপ ‘এইচ’-এ, যেখানে প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। দুই দলেরই সমান ৬ পয়েন্ট, গোল ব্যবধানও সমান (+১০)। আগামীকালের সরাসরি মুখোমুখিতে যদি ড্র হয়, তবে বাংলাদেশ হবে গ্রুপ চ্যাম্পিয়ন—কারণ নিয়ম অনুযায়ী সমান পয়েন্টে প্রথমে দেখা হবে হেড-টু-হেড ফল, এরপর মোট গোলের হিসাব। আফিদারা এখন পর্যন্ত করেছে ১১ গোল, কোরিয়া ১০। তাই সমীকরণে এগিয়ে লাল-সবুজরা।
হারলেও সুযোগ আছে
কোরিয়া নারী ফুটবলে এশিয়ার অন্যতম পরাশক্তি। তবে লাওসের বিপক্ষে গত ম্যাচে তাদের জয় এসেছে কষ্টার্জিত ১-০ গোলে। আগামীকাল যদি বাংলাদেশ হেরে যায়, তবুও মূল পর্বে খেলার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাবে না। তখন সেরা তিন রানার্স আপ হওয়ার লড়াইয়ে টিকে থাকতে হবে, যা নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।
ডি গ্রুপ ইতিমধ্যেই এই প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে—ওখানকার রানার্স আপ সর্বোচ্চ ৪ পয়েন্ট পাবে। ফলে বাকি সাত গ্রুপ থেকেই নির্ধারিত হবে রানার্স আপের তিনটি টিকিট।
বর্তমানে রানার্স আপ পজিশনে আছে—চাইনিজ তাইপে (+৩), লেবানন (+২), ইরান (+৫), জর্ডান (+১১) ও দক্ষিণ কোরিয়া (+১০)। গোল ব্যবধানে জর্ডান ও কোরিয়া এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থায়।
অন্যান্য গ্রুপের জটিল সমীকরণ
এ গ্রুপ: উত্তর কোরিয়া ৬ পয়েন্ট, নেপাল ৪। নেপাল ড্র বা হারলে বিদায়।
বি গ্রুপ: ভিয়েতনাম ৬ পয়েন্ট, কিরগিজস্তান ৩। কিরগিজ জয় পেলে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন হবে, আর ভিয়েতনাম রানার্স আপ হবে।
সি গ্রুপ: অস্ট্রেলিয়া ও চাইনিজ তাইপে ৬ পয়েন্টে সমান। শেষ ম্যাচে ফলাফলের ওপর নির্ভর করবে রানার্স আপের ভাগ্য।
ই গ্রুপ: চীন (+১৩) ও লেবানন (+২) সমান পয়েন্টে; চীন এগিয়ে।
এফ গ্রুপ: জাপান ও ইরান সমান পয়েন্টে, জাপান এগিয়ে।
জি গ্রুপ: জর্ডান (+১১) ও উজবেকিস্তান (+১৬) সমান পয়েন্টে; ড্র হলে জর্ডান রানার্স আপের দৌড়ে সবার উপরে।
বাংলাদেশের সামনে সোনালি সুযোগ
আগামীকাল কোরিয়ার বিপক্ষে ১ গোলে হারলে বাংলাদেশের গোল ব্যবধান হবে +৯, যা সেরা তিন রানার্স আপের লড়াইয়ে টিকে থাকার মতো। তবে বড় ব্যবধানে হারলে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে। তবুও বাস্তবতা বলছে—বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল, এবং এশিয়ান ফুটবলে আরেকটি নতুন অধ্যায় লেখার সুযোগ একদম সামনে।
আগামীকালের ম্যাচ শুধু পয়েন্ট টেবিলের লড়াই নয়—এটা হবে ইতিহাসের সঙ্গে প্রতিশ্রুতির ম্যাচ, যেখানে আফিদারা মাঠে নামবে এক অমলিন স্বপ্ন পূরণের জন্য।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৫ আগস্ট সরকারি ছুটি: কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ, দেখুন এক নজরে
- অনলাইনে নামজারি আবেদন: যা যা লাগবে ও কতদিনে হবে
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জেনে নিন বন্ধ থাকবে যে সব প্রতিষ্ঠান
- ভূমি আইন ২০২৪: খাজনা না দিলে জমি থাকবে না আপনার
- আগামীকাল ৫ আগস্ট থেকে টানা ৫ দিন ছুটি আপনি পাবেন যেভাবে
- ৫ আগস্ট সরকারি ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- বাংলাদেশ বনাম লাওস: ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ভর্তি নিয়ম ও ফল প্রকাশের তারিখ এক নজরে
- আজ বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: জানুন ম্যাচ শুরুর সময় ও পরিসংখ্যান
- ৫ আগস্ট সরকারি ছুটিসহ টানা ৫ দিনের ছুটি কিভাবে পাবেন
- বিনিয়োগকারীদের জন্য সুখবর: শেয়ারবাজারে আসছে ১৫ বড় প্রতিষ্ঠান
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই: কখন মাঠে নামছে বাংলাদেশ, দেখুন সূচি
- শুরু বাংলাদেশ বনাম লাওস ম্যাচ: সহজে লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ ব্যাংকে বড় পরিবর্তন: ভেঙে ফেলা হলো ১৪ ব্যাংকের বোর্ড