ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: দ্বিতীয়ার্ধের শুরুতেই ২ গোল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১০ ১৬:২০:১৫
বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া: দ্বিতীয়ার্ধের শুরুতেই ২ গোল

নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ কোরিয়া, বিশ্ব ও এশিয়ার ফুটবল পরাশক্তি হলেও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল সাহসের সঙ্গে তাদের মোকাবিলা করছে। লাওসের ভিয়েনতিয়েন শহরের নিউ লাওস স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে দুই দল ১-১ সমতায় ছিল।

প্রথমার্ধের গোল ও লড়াই

ম্যাচ শুরুতেই বাংলাদেশের আক্রমণ তীব্র ছিল। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা প্রথম মুহূর্তেই গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন, যদিও রুখে দেন কোরিয়ান গোলরক্ষক। ১৫ মিনিটে সাগরিকা ও শান্তি মারডির দারুণ বল বিনিময়ের পর শান্তির ক্রস থেকে তৃষ্ণা রাণী গোল করে লিড এনে দেয় বাংলাদেশকে।

কিন্তু মাত্র ১৮ মিনিটে কোরিয়া দ্রুতগতির আক্রমণে গোল করে সমতা ফেরায়। বাংলাদেশের হাই লাইন ডিফেন্স ভেঙে তারা গোল করার সুযোগ পায় এবং তা কাজে লাগায়।

প্রথমার্ধে কোরিয়া বেশ কিছু সুযোগ তৈরি করলেও বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী সেভ করেন।

দ্বিতীয়ার্ধের গোলের ঝড়

৫১ মিনিটে কোরিয়ার ফরোয়ার্ড বাংলাদেশ রক্ষণ ভেঙে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এরপর মাত্র ৮ মিনিট পর, ৫৯ মিনিটে আবারও এক শক্তিশালী আক্রমণে কোরিয়া গোল করে ব্যবধান বাড়ায় ৩-১।

বাংলাদেশ এখনও লড়াই চালিয়ে যাচ্ছে এবং গোল ফেরানোর চেষ্টা করছে।

গ্রুপ পরিস্থিতি

এই ম্যাচে ড্র করলেই বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করত। এখন পেছনে পড়ে গেলেও সেরা রানার্স আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রুপের অন্য ম্যাচের ফলাফল এখন গুরুত্বপূর্ণ।

দেশের ফুটবলপ্রেমীরা এখন উত্তেজনাপূর্ণ শেষের জন্য অপেক্ষা করছেন।

লাইভ দেখতে থাকুন LAOFF TV ইউটিউব চ্যানেল।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ