ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

অবশেষে বিয়ে করছেন রোনালদো, জানুন পাত্রী পরিচয়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১২ ০৯:৫৫:৪২
অবশেষে বিয়ে করছেন রোনালদো, জানুন পাত্রী পরিচয়

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, অবশেষে সেটিই সত্যি হলো—বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল বিশ্বের আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন সুন্দরী ও মডেল জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বহু বছরের প্রেমের গল্প এবার আনুষ্ঠানিক পরিণতি পেতে যাচ্ছে।

ভক্তদের অপেক্ষার অবসান ঘটাল জর্জিনার এক ইনস্টাগ্রাম পোস্ট। সেখানে বাম হাতে ঝলমলে এমারেল্ড কাট হীরার আংটি পরে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “Yes I do”—যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জুয়েলারি বিশেষজ্ঞদের অনুমান, এই আংটির ওজন অন্তত ১০-১৫ ক্যারেট এবং মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের আভাস দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, “যখন সঠিক মুহূর্ত আসবে, তখনই হবে।” অবশেষে সেই মুহূর্ত এসে গেছে, আর আংটির ঝলকে ফুটে উঠেছে তাদের ভালোবাসার রূপকথা।

তাদের গল্পের শুরু ২০১৬ সালে। মাদ্রিদের এক বুটিক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। সেখানে প্রথমবার রোনালদোর সঙ্গে দেখা হয় তার, আর সেখান থেকেই শুরু এক সম্পর্কের যাত্রা, যা সময়ের পরীক্ষায় আরও দৃঢ় হয়েছে। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক—নিজেদের দুই সন্তানসহ রোনালদোর আগের তিন সন্তানও সমান ভালোবাসায় বড় করছেন জর্জিনা।

এখন সবার একটাই প্রশ্ন—কোথায় হবে এই বিয়ে? এটি কি হবে শুধু ঘনিষ্ঠজনদের নিয়ে শান্ত আয়োজন, নাকি হবে বিশ্বজোড়া আলোড়ন তোলা এক মহা উৎসব? উত্তর জানা নেই, কিন্তু রোনালদো-জর্জিনার জীবনের নতুন অধ্যায়ের শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় আছেন তাদের স্বপ্নের বিয়ের জন্য।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ