ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

দৌড়া বাঘ আইলো, সেই বাঘেরাই এবার কাহিল!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১২ ১৭:৪৬:২১
দৌড়া বাঘ আইলো, সেই বাঘেরাই এবার কাহিল!

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প পুরোদমে চলছে। দলের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলির তত্ত্বাবধানে ক্রিকেটাররা নিজেদের শারীরিক সক্ষমতা বাড়াতে কঠোর পরিশ্রম করছেন। প্রচণ্ড গরমের মধ্যে সপ্তাহব্যাপী এই ক্যাম্পে রানিং, স্প্রিন্টিং এবং জিম সেশনসহ বিভিন্ন ধরনের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, খেলোয়াড়রা মাঠে দৌড়াচ্ছেন এবং বিভিন্ন শারীরিক অনুশীলন করছেন। অনুশীলনের পর অনেককেই বেশ ক্লান্ত দেখাচ্ছিল, যা তাদের কঠিন পরিশ্রমের প্রমাণ দেয়। কোচ নাথান কেলি খেলোয়াড়দের নিবেদনে অত্যন্ত সন্তুষ্ট। তিনি বলেন, "আমি তাদের কি অনুপ্রেরণা দিবো, তারা নিজেরাই নিজেদের ফিটনেসের ব্যাপারে অনেক সচেতন এবং কঠোর পরিশ্রম করছে। তাদের দেখে বোঝা যায় যে তারা সেরা হতে কতটা আগ্রহী।"

এই ফিটনেস ক্যাম্পের মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। কেলি মনে করেন, ক্রিকেটাররা যত বেশি ফিট থাকবে, মাঠে তাদের পারফরম্যান্স তত ভালো হবে। তার মতে, একজন ফিট ব্যাটসম্যান লম্বা সময় ধরে ব্যাটিং করতে পারে এবং দ্রুত রান নিতে পারে। একইভাবে, একজন ফিট বোলার দীর্ঘ সময় ধরে বোলিং করতে পারে এবং ফিল্ডাররাও মাঠে বেশি সক্রিয় থাকতে পারে।

বাংলাদেশি ক্রিকেটারদের সারা বছরই খেলার মধ্যে থাকতে হয়, তাই লম্বা সময় ধরে ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ খুব কমই পাওয়া যায়। শ্রীলঙ্কা সিরিজের পর পাওয়া এই ফাঁকা সময়টাকেই কাজে লাগাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। ৬ আগস্ট থেকে শুরু হওয়া এই ফিটনেস ক্যাম্পটি কয়েকদিন চলবে। [৬] এই ক্যাম্পে ক্রিকেটারদের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তাদের ফিটনেসের বর্তমান অবস্থা মূল্যায়ন করা হচ্ছে।

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ছুটি কাটিয়ে ক্যাম্পে যোগ দিয়েছেন। এই ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পর ক্রিকেটাররা ব্যাট-বলের অনুশীলনে মনোযোগ দেবেন। ক্রিকেট অনুসারীরা আশা করছেন, এই কঠোর পরিশ্রমের ফল আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপে দেখা যাবে এবং বাংলাদেশ দল একটি নতুন রূপে মাঠে নামবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ