ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১২ ১৯:৩২:৫৪
ব্রেভিসের ঝড়ো সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাতের এই ম্যাচে প্রোটিয়ারা অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে ৩ ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে। ম্যাচের নায়ক ছিলেন তরুণ তারকা ডিওয়াল্ড ব্রেভিস, যিনি একাই তুলে নিয়েছেন অপরাজিত ১২৫ রান এবং সঙ্গে ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেন।

দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে তোলে ২১৮/৭ রান। ইনিংসের কেন্দ্রবিন্দু ছিলেন ব্রেভিস—মাত্র ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় খেলেন বিধ্বংসী ১২৫* রানের ইনিংস।

সঙ্গী হিসেবে ট্রিস্টান স্টাবস খেলেন ৩১ রানের কার্যকরী ইনিংস। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে বেন ডোয়ারশুইস ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়

২১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১৭.৪ ওভারে ১৬৫ রানে।টিম ডেভিড একাই লড়াই করে ২৪ বলে ৫০ রান তুললেও বাকিদের ব্যর্থতা দলের হার নিশ্চিত করে। কাগিসো রাবাদা, করবিন বশ ও কুয়েনা মাফাকা মিলে ভাগাভাগি করে নেন ৩টি করে উইকেট।

ম্যাচের সেরা

অসাধারণ ব্যাটিং ও ফিল্ডিং পারফরম্যান্সের জন্য ডিওয়াল্ড ব্রেভিস ম্যাচসেরার পুরস্কার জেতেন। তার স্ট্রাইক রেট ছিল ২২৩.২১, যা টি-টোয়েন্টি ক্রিকেটে একক ইনিংসে দক্ষিণ আফ্রিকার সেরা পারফরম্যান্সের অন্যতম।

স্কোর সংক্ষেপ

দক্ষিণ আফ্রিকা: ২১৮/৭ (ব্রেভিস ১২৫*, স্টাবস ৩১; ডোয়ারশুইস ২/২৪, ম্যাক্সওয়েল ২/৪৪)

অস্ট্রেলিয়া: ১৬৫ (ডেভিড ৫০, মার্শ ২২; বশ ৩/২০, মাফাকা ৩/৫৭)

ফলাফল: দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৩ রানে

ম্যাচসেরা: ডিওয়াল্ড ব্রেভিস

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ