ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

আজকের আবহাওয়ার আপডেট: নদী ও সমুদ্রবন্দরে সতর্কবার্তা জারি

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৪ ১১:৪০:৪৩
আজকের আবহাওয়ার আপডেট: নদী ও সমুদ্রবন্দরে সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আকাশে ভর করছে সমুদ্রের অস্থিরতা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলজুড়ে বইতে পারে দমকা থেকে ঝড়ো হাওয়া। তাই চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জারি করা আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি লঘুচাপ, যা উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্রের বুকে বেড়েছে চাপের পার্থক্য, যা উপকূলে আনতে পারে ঝড়ো হাওয়ার তাণ্ডব।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে—

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে হবে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

শুধু সমুদ্র নয়, নদীপথেও রয়েছে সতর্কতার ডাক। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরগুলোতে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকবে। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সংক্ষেপে বার্তা স্পষ্ট— সমুদ্র হোক বা নদীপথ, আজ সবারই বাড়তি সতর্কতায় থাকতে হবে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ