ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশকে বড় রানের টার্গেট দিল পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৪ ১৭:২৭:১১
বাংলাদেশকে বড় রানের টার্গেট দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে জমজমাট সূচনা হলো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের। বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহীন্সের প্রথম মুখোমুখিতে টস জিতে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানি তরুণরা, আর ব্যাট হাতে যেন আগুন ঝরালেন খাওয়াজা নাফে ও ইয়াসির খান।

শুরুর ওভারগুলো থেকেই বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয় দুই ওপেনার। মাত্র ৫.১ ওভারে দলীয় পঞ্চাশ, আর পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ৬৯ রান—এ যেন ছিলো পাকিস্তানের ব্যাটিং দাপটের প্রাথমিক ঘোষণা।

১২তম ওভারে এসে ভাঙে ১১৮ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি। রান আউটের ফাঁদে পড়ে ৩১ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফেরেন খাওয়াজা নাফে। কিছুক্ষণ পর মাহফুজুর রহমান রাব্বির নিখুঁত ডেলিভারিতে সাজঘরে ফেরেন ইয়াসির খান, যিনি খেলেন ৪০ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস।

তবে ওপেনারদের বিদায়ের পরও রান তোলার গতি কমেনি পাকিস্তানের। মধ্য ও শেষের ব্যাটসম্যানরা আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গিয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে তোলে ২২৭ রান। বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ও হাসান মাহমুদ নেন একটি করে উইকেট, বাকি দুটি আসে রান আউট থেকে।

এখন বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ—২০ ওভারে ২২৮ রানের লক্ষ্য। অধিনায়ক নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, সাইফ হাসানদের দায়িত্ব এখন দলকে দ্রুত কিন্তু স্থিতিশীল সূচনা এনে দেওয়া। টপ এন্ড সিরিজের প্রথম ম্যাচেই কি বড় লক্ষ্য তাড়া করে সাফল্য পাবে বাংলাদেশ, নাকি পাকিস্তানের ব্যাটিং ঝড়েই হার মানবে—সে উত্তর পেতে অপেক্ষা মাত্র কিছু ঘন্টা।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান শাহীন্স – ২২৭/৪ (২০ ওভার)

খাওয়াজা নাফে ৬১ (৩১), ইয়াসির খান ৬২ (৪০)

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ