ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৬ ১৪:১৩:৪৩
ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (ACL) ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। তারপর থেকে জাতীয় দলের জার্সি তাঁকে আর দেখতে পাওয়া যায়নি। জুনের ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা থাকলেও কোচ কার্লো আনচেলত্তি তখন জানান, নেইমার পুরোপুরি ফিট নন।

তবে অবশেষে ২২ মাস পর নেইমারের অপেক্ষিত ফেরার সংবাদ এসেছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, কোচ আনচেলত্তি সেলেসাও স্ট্রাইকারকে বিস্তৃত স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন, যা ব্রাজিল ফুটবল ফেডারেশন (CBF) ফিফার কাছে পাঠাবে। ৩৩ বছর বয়সী এই তারকা বর্তমানে ক্লাব পর্যায়ে ভালো ফর্মে রয়েছেন। আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণার দিন ২৫ আগস্ট নেইমারের নামও থাকবে।

কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ব্রাজিল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে। ১৬ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইকুয়েডর, আর শীর্ষে আর্জেন্টিনা ৩৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে। সেপ্টেম্বরে বাকি দুটি ম্যাচে ব্রাজিল ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলির মুখোমুখি হবে এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে খেলবে।

গত জুনে ব্রাজিল জাতীয় দল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে—ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়। অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড়রা যে আনচেলত্তির ব্রাজিল অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তা ইতোমধ্যেই প্রমাণ হয়েছে। তাই ফিট অবস্থায় নেইমারকে হাতছাড়া করা সম্ভব নয়।

২০০২ সালের পর ব্রাজিল ফুটবল বিশ্বকাপে চূড়ান্ত সাফল্য পায়নি। সাম্প্রতিক আসরগুলোতেও দল হতাশাজনকভাবে বিদায় নিয়েছে। তাই আনচেলত্তি ২০২৬ বিশ্বকাপে পূর্ণ প্রস্তুতির লক্ষ্য নিয়ে দলকে সাজাচ্ছেন। বাছাইয়ের ম্যাচ ছাড়াও বিশ্বকাপের আগে ব্রাজিল ৬টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। এর মধ্যে ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের সঙ্গে ম্যাচ রয়েছে।

ফিফার নভেম্বর উইন্ডোতে তারা আফ্রিকার দল এবং পরের বছরের মার্চে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে, যদিও প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। ম্যাচের ভেন্যু উভয়পক্ষের বাণিজ্যিক চুক্তি অনুযায়ী ঠিক করা হবে। বিশ্বকাপের আগমুহূর্তে ২০২৬ সালের জুনে ব্রাজিল আরও দুটি ম্যাচ খেলতে পারে। ড্র-পর্ব শেষে সিবিএফ টেকনিক্যাল কমিটি প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত করবে।

নেইমারের জাতীয় দলে ফেরার খবর ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য দারুণ উৎসাহের। তার অভিজ্ঞতা এবং ক্লাব পর্যায়ের ফর্ম সেলেসাওকে ২০২৬ বিশ্বকাপে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ