ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ব্রাজিল স্কোয়াডে নেইমার, বাদ ভিনিসিয়াস জুনিয়র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৯ ১৮:২৭:২৪
ব্রাজিল স্কোয়াডে নেইমার, বাদ ভিনিসিয়াস জুনিয়র

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার, বাদ পড়ছেন ভিনিসিয়াস জুনিয়র। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করা হবে আগামী সোমবার। এরই মধ্যে কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে পাঠিয়ে দিয়েছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ এই প্রাথমিক তালিকার তথ্য হাতে পেয়েছে।

‘গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে দলে রাখা হচ্ছে না। গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে পরবর্তী ম্যাচের জন্য তিনি নিষিদ্ধ হয়েছেন। যেহেতু সেপ্টেম্বরে ব্রাজিল তাদের বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে এবং এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে, তাই কোচ আনচেলত্তি শুধুমাত্র বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ভিনিসিয়াসকে দলে অন্তর্ভুক্ত করতে চাননি। এই কারণে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রায় ২২ মাস পর জাতীয় দলে ফিরতে চলেছেন নেইমার। তিনি সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে খেলেছিলেন। চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর আবারও হলুদ জার্সিতে দেখা যেতে পারে তাকে।

ব্রাজিলের সংবাদমাধ্যমের ফাঁস করা আনচেলত্তির প্রাথমিক তালিকায় আরও যাদের নাম রয়েছে:

নেইমার (সান্তোস)

গ্যাব্রিয়েল ব্রাজাও (সান্তোস)

রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)

এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ)

কাইয়ো জর্জ (ক্রুজেইরো)

কাইকি ব্রুনো (ক্রুজেইরো)

ম্যাথিউস পেরেইরা (ক্রুজেইরো)

ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো)

পাওলো হেনরিক (ভাস্কো দা গামা)

অ্যালেক্স টেলেস (বোটাফোগো)

ভিতিনহো (বোটাফোগো)

দানিলো (বোটাফোগো)

মার্কোস আন্তোনিও (সাও পাওলো)

আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপলিসের গ্রাঞ্জা কুমারিতে কার্লো আনচেলত্তির অধীনে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। এরপর ৫ সেপ্টেম্বর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর এল আল্টো-তে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এই দুটি ম্যাচ দিয়েই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা তাদের বিশ্বকাপ মিশনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ