
MD Zamirul Islam
Senior Reporter
আগামীকাল ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের দল ঘোষণা, লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচের জন্য আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে দল ঘোষণা করবে ব্রাজিল। এই স্কোয়াড ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা চলছে তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে।
২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার। সেই ম্যাচেই তিনি অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে আক্রান্ত হন। এরপর থেকে জাতীয় দলের বাইরে আছেন এই সুপারস্টার। গত জুনে তার দলে ফেরার কথা থাকলেও, পুরোপুরি ফিট না হওয়ায় কোচ কার্লো আনচেলত্তি তাকে দলে রাখেননি।
এবারও নেইমারের দলে থাকা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তার দলে না থাকার সম্ভাবনা রয়েছে। তবে, ব্রাজিলের গণমাধ্যম 'ও গ্লোবো'র এক প্রতিবেদনে বলা হয়েছে, কোচ কার্লো আনচেলত্তি তার প্রাথমিক তালিকায় নেইমারকে অন্তর্ভুক্ত করেছেন, যা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে পাঠাবে। নেইমার বর্তমানে তার ক্লাবের হয়ে ভালো ফর্মে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল দল ঘোষণার পরেই।
বাছাইপর্বের আগামী ম্যাচ ও বর্তমান পরিস্থিতি
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের দুটি ম্যাচ বাকি আছে। আগামী ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
তবে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য কেবলই নিয়মরক্ষার। কারণ, তারা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেলেছে। কনমেবল বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ইকুয়েডর দ্বিতীয় এবং ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
যেহেতু বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে, তাই ধারণা করা হচ্ছে কোচ আনচেলত্তি এই দুটি ম্যাচে বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে নিতে পারেন এবং দলে কিছু চমক থাকতে পারে। আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত দুটি বাছাইপর্বের ম্যাচ খেলেছে, যার মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে।
যেভাবে সরাসরি দেখবেন দল ঘোষণা
ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। দর্শকরা সিবিএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল 'CBF TV'-তে এই দল ঘোষণা সরাসরি দেখতে পারবেন।
জামিরুল ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- শেয়ারবাজার স্থিতিশীলতায় আইসিবির বিশেষ তহবিল থাকবে ২০৩২ সাল পর্যন্ত
- ৮ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা, ছয় কোম্পানির বিনিয়োগকারীরা খেলো ধাক্কা
- শেষ হলো বাংলাদেশ বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্সের বাঁচা মরার ম্যাচ
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠান বোর্ড সভার তারিখ ঘোষণা
- বীমা খাতে সুবাতাস, দ্বিতীয় প্রান্তিকে ১৯ কোম্পানির মুনাফায় উল্লম্ফন
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ 2025 : বাংলাদেশের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি