ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নির্বাচন করার ঘোষণা দিলেন তামিম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩১ ১০:৩১:৫৬
নির্বাচন করার ঘোষণা দিলেন তামিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেটে ব্যাট হাতে এক দশকেরও বেশি সময় দাপট দেখানো তামিম ইকবাল এবার নাম লিখাচ্ছেন অন্য এক প্রতিযোগিতায়। জাতীয় দলের সাবেক এই তারকা এবার লড়বেন ব্যাট-বল হাতে নয়, ভোটযুদ্ধে। বহুদিন ধরেই আলোচনা চলছিল তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নামতে পারেন। অবশেষে গুঞ্জনকে সত্যি করে তামিম নিজেই জানালেন—আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি।

তামিমের ঘোষণা

এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন,

“আমি এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর হবই।”

বিসিবির নিয়ম অনুযায়ী সরাসরি সভাপতি হওয়ার সুযোগ নেই। প্রথমে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হয়, তারপরই সভাপতির পদে লড়াইয়ের রাস্তা খোলে। তামিমের লক্ষ্যও সেই পথ ধরেই এগোনো।

বোর্ড রাজনীতিতে নতুন সমীকরণ

তামিমের মাঠে নামা বোর্ড রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। অনেকে মনে করছেন, তিনি শুধু পরিচালকের পদেই থামবেন না, দীর্ঘ মেয়াদে সভাপতির আসনকেও লক্ষ্য করছেন। বর্তমানে বোর্ডের সভাপতির দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে তামিমের মতো জনপ্রিয় ক্রিকেটারের প্রবেশ নেতৃত্ব কাঠামোয় বড় রদবদলের আভাস দিচ্ছে।

অস্থির সময়ে বড় সুযোগ

গত এক বছরে বিসিবির শীর্ষপদে এসেছে একের পর এক অস্থিরতা।

রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ছাড়েন নাজমুল হাসান পাপন।

এনএসসি কোটায় আসা সভাপতি ফারুক আহমেদ দুর্নীতির অভিযোগে পদ ছাড়েন।

এমন প্রেক্ষাপটে নতুন নেতৃত্বের খোঁজে আছে ক্রিকেট মহল। তামিমের অভিজ্ঞতা, আন্তর্জাতিক সুনাম ও ভক্ত-সমর্থকদের আস্থা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে আলাদা জায়গায় দাঁড় করাচ্ছে।

কেন এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ?

বাংলাদেশ ক্রিকেট এখন রূপান্তরের সন্ধিক্ষণে।

মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকতা ফিরিয়ে আনা

অবকাঠামো ও একাডেমি সংস্কার

খেলোয়াড় ব্যবস্থাপনা

ভবিষ্যৎ পরিকল্পনা

এসব ক্ষেত্রেই নতুন নেতৃত্ব অপরিহার্য হয়ে উঠেছে। তাই তামিম ইকবালের প্রার্থীতা কেবল একটি নির্বাচন নয়—বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণের অংশ।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ