ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ব্যাপক প্রস্তুতি চলছে দেশে ফিরছেন তারেক রহমান

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ২২:৪০:১৩
ব্যাপক প্রস্তুতি চলছে দেশে ফিরছেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরছেন এবং তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশে ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। আজ বুধবার টাঙ্গাইলের বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগদানের প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

আহমেদ আযম খান দৃঢ়তার সাথে বলেন, "দেশনায়ক তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরবেন বলে আমরা আশা করছি। তার প্রত্যাবর্তনের জন্য দলীয়ভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন, সেদিন দেশের ১৮ কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে বরণ করে নিতে প্রস্তুত।"

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি মহল কাজ করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, "যারা দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বিলম্বিত করতে চায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাদেরই হাত রয়েছে এই অস্থিতিশীলতার পেছনে। আমরা যদি সবাই নির্বাচনমুখী হই, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।"

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে আহমেদ আযম খান গণতন্ত্র এবং জনগণের অধিকারের ওপর জোর দেন। তিনি বলেন, "শহীদ জিয়াউর রহমান মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশের মানুষের সার্বিক সমৃদ্ধির লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই বিশেষ দিনে আমি বলতে চাই, নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি, মানবাধিকারের রক্ষাকবচ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তাই গণতন্ত্রের যাত্রায় নির্বাচনের কোনো বিকল্প নেই।"

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ