ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

Alamin Islam

Senior Reporter

কে সেই মানুষ, যিনি ইলন মাস্ককে টপকে গেলেন ধনকুবের তালিকায়?

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ১১ ১৩:০৯:৫১
কে সেই মানুষ, যিনি ইলন মাস্ককে টপকে গেলেন ধনকুবের তালিকায়?

অরাকল (Oracle)-এর সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে উঠে এসেছেন, প্রায় এক বছর ধরে শীর্ষস্থানে থাকা টেসলা সিইও ইলন মাস্ককে পেছনে ফেলে।

এক দিনে সম্পদ বেড়েছে ১০১ বিলিয়ন ডলার

অরাকল তাদের ত্রৈমাসিক ফলাফল প্রকাশ করার পর কোম্পানির শেয়ারমূল্য ৪০% বৃদ্ধি পায়। এই উত্থানের ফলে মাত্র একদিনে এলিসনের সম্পদ বেড়ে যায় ১০১ বিলিয়ন ডলার (প্রায় ১৩ ট্রিলিয়ন কেনিয়ান শিলিং), যা ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সে এক দিনে সম্পদের সর্বোচ্চ বৃদ্ধি হিসেবে রেকর্ড হয়েছে।

অরাকলের সিইও সাফরা ক্যাটজ এই ফলাফলকে “অবিশ্বাস্য” বলে বর্ণনা করেছেন। তিনি জানান, কোম্পানি চারটি বহুমূল্যের চুক্তি করেছে তিনটি বড় গ্রাহকের সঙ্গে। পাশাপাশি আগামী কয়েক বছরে ক্লাউড ব্যবসার আয় দ্রুত বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি—

চলতি অর্থবছরে আয় ১৮ বিলিয়ন ডলার

পরের বছর ৩২ বিলিয়ন ডলার

এরপর ৭৩ বিলিয়ন, ১১৪ বিলিয়ন এবং ১৪৪ বিলিয়ন ডলার

বর্তমানে এলিসনের সম্পদের পরিমাণ কত?

২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত ল্যারি এলিসনের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৩ বিলিয়ন ডলার। অন্যদিকে ইলন মাস্কের সম্পদ বর্তমানে ৩৮৫ বিলিয়ন ডলার।

৮১ বছর বয়সী এলিসন ১৯৭৭ সালে অরাকল প্রতিষ্ঠা করেন। একটি আইবিএম গবেষণাপত্র থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ডেটাবেস প্রযুক্তিকে ব্যবসার মূল ভিত্তি করেন। তার মালিকানায় অরাকলের ৪১% শেয়ার রয়েছে। আজকের দিনে অরাকল বিশ্বজুড়ে ব্যবহৃত ডাটাবেস, জাভা, মাইএসকিউএল এবং আধুনিক ক্লাউড পরিষেবার মাধ্যমে একটি বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়েছে।

মাস্ক যেখানে বৈদ্যুতিক গাড়ি, রকেট এবং নিউরোটেকনোলজির মতো আলোচিত খাতে ব্যবসা গড়ে তুলেছেন, এলিসনের সম্পদ বেড়েছে অপেক্ষাকৃত কম আকর্ষণীয় কিন্তু অত্যন্ত লাভজনক এন্টারপ্রাইজ সফটওয়্যার ও ডেটাবেস ব্যবসার মাধ্যমে।

ব্যবসার বাইরে এলিসন তার রঙিন জীবনধারার জন্যও পরিচিত। তিনি পাঁচবার বিয়ে করেছেন, সামরিক জেটসহ ব্যক্তিগত বিমান সংগ্রহে রয়েছে, বিশাল রিয়েল এস্টেট সাম্রাজ্যের মালিক এবং ইয়ট রেসিংয়ে আগ্রহী।

অন্যদিকে ইলন মাস্ক

টেসলা সম্প্রতি মাস্ককে ২৯ বিলিয়ন ডলারের (প্রায় ৩.৭ ট্রিলিয়ন কেনিয়ান শিলিং) ক্ষতিপূরণ প্যাকেজ দিয়েছে, যা ৯৬ মিলিয়ন শেয়ারের আকারে প্রদান করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাস্ক গত আট বছরে উল্লেখযোগ্য কোনো পারিশ্রমিক পাননি, অথচ শেয়ারহোল্ডারদের জন্য বিশাল প্রবৃদ্ধি নিশ্চিত করেছেন।

এই ঘোষণার পর টেসলার শেয়ারমূল্য ২% বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। টেসলা ইতোমধ্যে আফ্রিকার মরক্কোতে নতুন সাবসিডিয়ারি চালু করেছে, যেখানে বিক্রয়, সার্ভিস ও চার্জিং অবকাঠামো তৈরি করা হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ