ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

নেপালে রাজনৈতিক সংকট:

‘হস্তক্ষেপ করতে প্রস্তুত সেনাবাহিনী’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ১২ ১৪:১৮:৪৫
‘হস্তক্ষেপ করতে প্রস্তুত সেনাবাহিনী’

নেপালে রাজনৈতিক সংকট: প্রধানমন্ত্রীর পদত্যাগ, ‘হস্তক্ষেপ করতে প্রস্তুত সেনাবাহিনী’

নিজস্ব প্রতিবেদক: গণবিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে। অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে, যেখানে বলা হয়েছে যে পদত্যাগের আগে ওলি সেনাপ্রধান জেনারেল সিগডেলের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই বৈঠকে ওলি দেশের অবনতিশীল পরিস্থিতির দায়ভার নিতে সেনাবাহিনীকে অনুরোধ করেন। কিন্তু সেনাপ্রধান সিগডেল স্পষ্টভাবে জানিয়ে দেন যে, একমাত্র ওলির পদত্যাগের পরই সেনাবাহিনী দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হবে। সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র আরও নিশ্চিত করেছে, কেপি শর্মা ওলির পদত্যাগের পর 'সেনাবাহিনী হস্তক্ষেপের জন্য প্রস্তুত রয়েছে'।

তবে, এই দাবির আনুষ্ঠানিক কোনো সমর্থন এখনো পাওয়া যায়নি। এদিকে, খবর পাওয়া যাচ্ছে যে ওলি তার সরকারি বাসভবন বালুওয়াতার থেকে নিরাপদে সরে আসার এবং দেশ ত্যাগের জন্য সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন। সূত্রের মতে, ওলি চিকিৎসার অজুহাতে দুবাই যাওয়ার পরিকল্পনা করছেন, এবং তার জন্য হিমালয় এয়ারলাইন্সকে প্রস্তুত রাখা হয়েছে।

অন্যদিকে, ওলি সরকারের মন্ত্রীদেরও দ্রুততার সাথে সরানো হচ্ছে। কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জুড়ে কারফিউ জারি থাকা সত্ত্বেও, মন্ত্রীদের সরিয়ে নিতে অন্তত পাঁচটি সেনা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ইন্ডিয়া টুডে’র তথ্য অনুযায়ী, কাঠমান্ডুর দক্ষিণে অবস্থিত ভাইসেপতি মন্ত্রী ভবনের হেলিপ্যাড থেকে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ডজন সেনা হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে, যা মন্ত্রীদের 'নিরাপদ স্থানে' নিয়ে যাচ্ছে।

নেপালের এই দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ