ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আফগানিস্তান, ইউরোপা লিগ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০২ ০৮:০০:৩০
আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম আফগানিস্তান, ইউরোপা লিগ

খেলাধুলার দুনিয়ায় আজ ভরপুর আয়োজন থাকছে টেলিভিশন পর্দায়। সকালে ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু হবে দিন, বিকেল থেকে জমে উঠবে আন্তর্জাতিক লড়াই। নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান, রাতে আবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এছাড়া টেস্ট, ফুটবল ও টেনিস—সব মিলিয়ে সমৃদ্ধ একটি দিন অপেক্ষা করছে দর্শকদের জন্য।

আজকের খেলার টিভি সূচি

খেলা/টুর্নামেন্টম্যাচসময়সম্প্রচার মাধ্যম
জাতীয় লিগ টি-টোয়েন্টি রাজশাহী বনাম সিলেট সকাল ৯:৩০ মি. টি স্পোর্টস
আহমেদাবাদ টেস্ট – ১ম দিন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সকাল ১০টা স্টার স্পোর্টস ১
টেনিস (সাংহাই মাস্টার্স) বিভিন্ন ম্যাচ সকাল ১০:৩০ মি. সনি স্পোর্টস ২
জাতীয় লিগ টি-টোয়েন্টি ঢাকা মহানগর বনাম ঢাকা বিভাগ বেলা ১:৩০ মি. টি স্পোর্টস
নারী ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশ বনাম পাকিস্তান বেলা ৩:৩০ মি. টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
১ম টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম আফগানিস্তান রাত ৯টা টি স্পোর্টস
ইউরোপা লিগ সেল্টিক বনাম ব্রাগা রাত ১০:৪৫ মি. সনি স্পোর্টস ১
ইউরোপা লিগ রোমা বনাম লিল রাত ১০:৪৫ মি. সনি স্পোর্টস ২
ইউরোপা লিগ নটিংহাম বনাম মিতিউলান রাত ১টা সনি স্পোর্টস ১
ইউরোপা লিগ ফেইনুর্ড বনাম অ্যাস্টন ভিলা রাত ১টা সনি স্পোর্টস ২
ইউরোপা লিগ পোর্তো বনাম রেড স্টার রাত ১টা সনি স্পোর্টস ৫

সারাদিনের এ ব্যস্ত সূচিতে দেশি-বিদেশি সব ধরনের খেলার স্বাদ পাওয়া যাবে একসঙ্গে। বিশেষ করে বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের পর্দায় গেঁথে রাখবে দিনভর।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ