ফিফা র্যাঙ্কিং প্রকাশ: বাংলাদেশ ও আর্জেন্টিনার এক ধাপ করে উন্নতি

আন্তর্জাতিক ফুটবলের সর্বময় নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ শুক্রবার (১৭ অক্টোবর) পুরুষ ফুটবলের সর্বশেষ বৈশ্বিক র্যাঙ্কিং প্রকাশ করেছে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের জন্য একটি ইতিবাচক বার্তা এসেছে। জাতীয় ফুটবল দল এক ধাপ উন্নতি ঘটিয়ে ১৮৪তম অবস্থান থেকে ১৮৩তম অবস্থানে উন্নীত হয়েছে।
গত মাসের ১৮ তারিখে ঘোষিত র্যাঙ্কিংয়ে অবস্থান অপরিবর্তিত থাকার পর এই অগ্রগতি এলো। মূলত, সদ্য সমাপ্ত অক্টোবর উইন্ডোতে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বে লাল-সবুজের জার্সিধারীদের পারফরম্যান্সই এই পরিবর্তনের নেপথ্যে। র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র অর্জন করাটা ছিল একটি গুরুত্বপূর্ণ অর্জন। যদিও ঘরের মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও ৩-৪ ব্যবধানে হার দেখতে হয়েছিল, সেই অ্যাওয়ে ড্রয়ের অর্জিত পয়েন্টই ফিফার সর্বশেষ তালিকায় দলটির অবস্থান সুসংহত করেছে।
নভেম্বরে বড় উল্লম্ফনের সুযোগ বাফুফের নজরে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন তাদের কৌশলগত মনোযোগ নভেম্বরের আন্তর্জাতিক বিরতির দিকে নিবদ্ধ করেছে। হামজা-জামালদের পরবর্তী চ্যালেঞ্জ আগামী ১৮ নভেম্বর, যখন তারা নিজেদের মাঠে প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে। এই বড় ম্যাচের আগে বাফুফে আরও একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। নভেম্বরের এই খেলাগুলোতে কাঙ্ক্ষিত ফল অর্জন হলে র্যাঙ্কিংয়ে একটি উল্লেখযোগ্য উল্লম্ফনের সুযোগ তৈরি হবে।
শীর্ষ দশে স্থান বদল
অন্যদিকে, বিশ্ব ফুটবলের শীর্ষ সারির দলগুলোর মধ্যে কিছুটা স্থান বদল দেখা গেছে। বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন তাদের এক নম্বর জায়গাটি সুরক্ষিত রেখেছে। তবে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ উপরে উঠে এসে বর্তমানে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে। এর ফলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে আসতে হয়েছে।
এশিয়ার ফুটবল মানচিত্র
এশিয়ার ফুটবল মানচিত্রে জাপান এখনও ১৯তম স্থান নিয়ে তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। যদিও প্রতিবেশী ভারতের জন্য এই র্যাঙ্কিং সুখকর নয়; তাদের দুই ধাপ পতন ঘটেছে, এখন তারা ১৩৬তম স্থানে। উল্লেখ্য, এএফসি বাছাইপর্বে ভারতের বিপক্ষে জয়লাভ করে সিঙ্গাপুর তিন ধাপ এগিয়ে ১৫৫তম স্থানে উঠেছে। এদিকে, বাংলাদেশের সাথে চার পয়েন্ট অর্জন করলেও হংকং দু’ধাপ পিছলে ১৪৬তম স্থানে অবস্থান করছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ HSC Result 2025 প্রকাশ: এক নজরে জানুন ঘরে বসেই যেভাবে দেখবেন ফল
- HSC Result 2025 প্রকাশ: অনলাইন ও SMS এ দ্রুত এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদন প্রক্রিয়া
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি রেজাল্ট বিপর্যয়: বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে জানুন যেদিন থেকে শুরু
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ নতুন নিয়ম: কখন, কোথায় ও কিভাবে করবেন আবেদন
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- এইচএসসি ফল ২০২৫: কারিগরি বোর্ডসহ সকল বোর্ডের শিক্ষার্থীরা রেজাল্ট দেখুন এখানে
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি ফল ২০২৫ প্রকাশ পেল: এক মিনিটেই ফলাফল দেখুন এখানে!
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন