ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ওমরাহ যাত্রীদের জন্য ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

ধর্ম ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ৩১ ১০:৩৮:৪৮
ওমরাহ যাত্রীদের জন্য ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল সৌদি আরব

পবিত্র ভূমিতে ওমরাহ পালনে ইচ্ছুক মুসলিমদের জন্য রিয়াদ একটি জরুরি নীতিগত পরিবর্তন ঘোষণা করেছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এই নতুন পদক্ষেপের কথা নিশ্চিত করেছে, যেখানে ওমরাহ ভিসার মেয়াদ সংক্রান্ত নিয়মে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

তাৎক্ষণিক আগমন বাধ্যতামূলক

এখন থেকে ওমরাহ ভিসা হাতে পাওয়ার পর সৌদি আরবে আগমনের সুযোগ মাত্র এক মাস (৩০ দিন)। পূর্বে এই সময়সীমা ছিল ৯০ দিন, যা কমিয়ে আনা হলো। এই কঠোর বিধিনিষেধটি আসছে নভেম্বরের প্রথম দিন থেকেই (১ নভেম্বর) কার্যকর হতে চলেছে।

৩০ দিনের এই নির্ধারিত পর্বের মধ্যে কোনো যাত্রী যদি সৌদি ভূখণ্ডে প্রবেশ করতে ব্যর্থ হন, তাহলে তার ইস্যুকৃত ভিসাটি নিজে থেকেই অকার্যকর হয়ে যাবে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এক্ষেত্রে ভিসার মেয়াদ উত্তীর্ণ হবে এবং তা বাতিলের তালিকায় যোগ হবে।

অবস্থানের সময় অপরিবর্তিত

তবে যাত্রীদের স্বস্তির খবর হলো, একবার দেশে প্রবেশ করার পর তাদের সর্বোচ্চ অবস্থানের মেয়াদ আগের মতোই তিন মাস থাকছে। অর্থাৎ, নতুন নিয়মে কেবল ভিসা হাতে পাওয়ার পর দ্রুততম সময়ে প্রবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বিশাল জনসমাগমের প্রস্তুতি

মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফা এই সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানান, উষ্ণ গ্রীষ্মের পর যখন শীতল আবহাওয়া শুরু হয়, তখন মক্কা-মদিনা অভিমুখে তীর্থযাত্রীদের এক বৃহৎ সংখ্যার প্রবাহ দেখা যায়। এই বিশাল আগমন সামাল দিতে প্রস্তুতি এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যেই ভিসার প্রবেশ সময়সীমা কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেকর্ড সংখ্যক তীর্থযাত্রীর আগমন

উল্লেখ্য, চলতি জুন মাসের শুরুতে শুরু হওয়া ওমরাহ মরসুমে ইতিমধ্যেই চার মিলিয়নের অধিক বিদেশি হাজি সৌদিতে পা রেখেছেন। এই সংখ্যাটি গত বছরের সম্পূর্ণ সময়ের মোট হজযাত্রীর তুলনায়ও বেশি, যা একটি উল্লেখযোগ্য উত্থান। বিশ্লেষকরা মনে করছেন, ওমরাহ পালনকারীর এই অভূতপূর্ব বৃদ্ধি বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র স্থান ভ্রমণের আকাঙ্ক্ষা বৃদ্ধির সুস্পষ্ট প্রমাণ।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

আইপিও নীতিমালার খসড়া প্রকাশ

আইপিও নীতিমালার খসড়া প্রকাশ

বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের প্রাথমিক প্রস্তাবনা (আইপিও) প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন বিধিমালার একটি খসড়া উন্মোচন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ... বিস্তারিত