ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Alamin Islam

Senior Reporter

জাহানারা আলমের অভিযোগ নিয়ে যা বললেন সাবেক নির্বাচক মঞ্জুরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৭ ১৮:০৬:১৩
জাহানারা আলমের অভিযোগ নিয়ে যা বললেন সাবেক নির্বাচক মঞ্জুরুল

জাতীয় নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম তাঁর দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিকের সাথে আলাপচারিতায় এই গুরুতর দুর্ব্যবহারের বিষয়টি তিনি প্রকাশ্যে আনেন। তবে এই গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম এটিকে 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন।

জাহানারার অভিযোগ: 'আমার কাঁধে হাত রেখে' আপত্তিকর মন্তব্য

জাতীয় তারকার বর্ণনা অনুসারে, আপত্তিকর আচরণের শিকার হন তিনি। জাহানারা তাঁর অভিযোগে সরাসরি উল্লেখ করেন, "উনি (মঞ্জুরুল) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।"

এছাড়াও, বিশ্বকাপ চলাকালীন হ্যান্ডশেকের পরিবর্তে জড়িয়ে ধরার অন্য একটি অভিযোগও তিনি উত্থাপন করেন। তাঁর ভাষ্য, "বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।"

চীন থেকে মঞ্জুরুলের জোরালো খণ্ডন

এই গুরুতর অভিযোগের জবাবে দ্রুতই এএফপি-র (AFP) কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মঞ্জুরুল। বর্তমানে চীন থেকে তিনি জোরালোভাবে এই অভিযোগ খণ্ডন করে বলেন, "সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।" তিনি দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বিসিবি'র তদন্ত কমিটি, আইনি সহায়তার প্রতিশ্রুতি সরকারের

জাতীয় দলের একজন ক্রিকেটারের মুখ থেকে এমন চাঞ্চল্যকর ঘটনার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা এই স্পর্শকাতর বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি উচ্চ-পর্যায়ের তদন্ত কমিটি গঠন করবে।

অন্যদিকে, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (৭ নভেম্বর) এই ইস্যুটি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। তিনি নিশ্চিত করেন, "আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর (জাহানারা) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।" তিনি ভুক্তভোগীকে সরকারি সাহায্যের সম্পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ