ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ নভেম্বর ০৯ ১৯:৩৯:২৩
হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো আফগানিস্তান বনাম বাংলাদেশ ম্যাচ, জানুন ফলাফল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিরিজ বাঁচানো পঞ্চম ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়ালেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবং অলরাউন্ডার আজিজুল হাকিম তামিম। তার লড়াকু সেঞ্চুরির ওপর ভর করে নাটকীয় ২ উইকেটের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা পাঁচ ম্যাচের এই সিরিজ শেষ পর্যন্ত ২-২ সমতায় সমাপ্ত হলো (একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত)।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত এই সিরিজের অন্তিম ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে পরাজিত করে স্বাগতিক যুবারা। টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা সফরকারী আফগানিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এই মাঝারি সংগ্রহ তাড়া করতে গিয়ে টাইগার যুবাদের ইনিংসের শুরুতেই হোঁচট খায়, তবে অধিনায়কের দৃঢ়তায় তারা ৪৬ বল হাতে রেখেই (৪৫.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১১ রান) জয়ের লক্ষ্য পূরণ করে।

বিপর্যয় সামলে নায়কের শতক

২০৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ২০ রানে শাহরিয়ার (৩) এবং ৪১ রানে কালাম (১৫) প্যাভিলিয়নে ফেরেন। এরপর রিজান (২৭), আব্দুল্লাহ (১), ফরিদ হোসেন (২৩), দেবাশীষ (৭) এবং রাতুলও (১) একের পর এক ব্যর্থ হয়ে ফিরে গেলে ১৬১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

তবে উইকেটের এক প্রান্ত শক্তভাবে ধরে রেখেছিলেন অধিনায়ক আজিজুল। সিরিজ জয়ের জন্য আফগানদের আশা যখন প্রবল, ঠিক সেই মুহূর্তে তিনি অষ্টম উইকেটে শাহরিয়ার আল আমিনকে সাথে নিয়ে মাত্র ৩৫ বলে ৪৬ রানের এক অবিচল জুটি গড়েন। এই জুটি গড়ার পথেই সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনিং অলরাউন্ডার। দলের জয়ের জন্য মাত্র ২ রান বাকি থাকতে তিনি আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে তিনি ১১৮ বলে ৭টি চার এবং ৩টি ছক্কায় মনোমুগ্ধকর ১০০ রানের লড়াকু ইনিংসটি খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন।

শেষদিকে আল আমিন ২১ বলে অপরাজিত ১৭* রান করে স্বাধীনকে সঙ্গে নিয়ে বাকি আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন। আফগানদের হয়ে ওয়াহিদউল্লাহ জাদরান একাই ৪টি উইকেট শিকার করেন, এছাড়া আহমদজাই ও নিয়াজাই ২টি করে উইকেট তুলে নেন।

আফগান ইনিংসের সারসংক্ষেপ

এর আগে আফগানিস্তানের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন ওসমান সাদাত। অধিনায়ক মাহবুব খান ৪০ এবং নিয়াজাই ৩২ রান যোগ করেন। বাংলাদেশের হয়ে রাতুল ২টি এবং রাজিন, আল আমিন ও শাহরিয়ার আহমেদ একটি করে উইকেট লাভ করেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ২০৮/৮ (৫০ ওভার)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২১১/৮ (৪৫.৫ ওভার)

ফলাফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী।

আমিনুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ