ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ০৯:০৮:৪৩
আজকের খেলার সময়সূচি: রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি

খেলাপ্রেমীদের জন্য আজ এক জমজমাট দিন। ফুটবল, ক্রিকেট আর হকির ঠাসা সূচিতে টিভির রিমোট হাতে থাকতে পারে সারাদিন বা সারারাত। দিনের শুরুটা হচ্ছে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের মধ্য দিয়ে। তবে, রাতের মূল আকর্ষণ ইউরোপীয় ফুটবলের মঞ্চ। একদিকে যেমন আছে মহাতারকাদের রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটির হাইভোল্টেজ লড়াই, অন্যদিকে আর্সেনাল, পিএসজির মতো বড় দলগুলোর ম্যাচও থাকছে একই রাতে। এছাড়াও, জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনাল আর জমজমাট আইএল টি-টোয়েন্টি তো আছেই। এক নজরে দেখে নিন, কখন, কোথায় কোন খেলা।

রিয়াল-ম্যান সিটি হাইভোল্টেজ দ্বৈরথসহ টিভিতে আজকের যত খেলা

রাতের মূল ফোকাস নিঃসন্দেহে ইউরোপিয়ান মঞ্চ। রাত ২টায় সনি স্পোর্টস ২-এ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি। এই দুই দলের দ্বৈরথ সবসময়ই দর্শকদের বাড়তি উন্মাদনা দেয়। একই সময়ে সনি স্পোর্টস ১-এ ক্লাব ব্রুগার বিপক্ষে নামবে আর্সেনাল। পিএসজির খেলা থাকছে সনি স্পোর্টস ৫-এ। এছাড়াও রাত ১১-৪৫ মিনিটে ভিয়ারিয়াল বনাম কোপেনহেগেনের ম্যাচও দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।

অন্যদিকে, খেলার শুরুটা হবে নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা দিয়ে, যা ভোর ৪টায় শুরু হবে (টি স্পোর্টসে)। হকির ভক্তরা রাত ৮-৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ দেখতে পারবেন জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনাল, যেখানে মুখোমুখি জার্মানি-স্পেন। একই সময়ে টি-টোয়েন্টির মারকাটারি লড়াইয়ে নামবে গালফ এবং শারজা।

টিভিতে আজকের খেলার পূর্ণাঙ্গ সূচি নিচে টেবিল আকারে দেওয়া হলো:

খেলাপ্রতিপক্ষসময় (বাংলাদেশ)চ্যানেল
ওয়েলিংটন টেস্ট (১ম দিন) নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ভোর ৪টা টি স্পোর্টস
আইএল টি-টোয়েন্টি গালফ-শারজা রাত ৮-৩০ মি. টি স্পোর্টস
জুনিয়র হকি বিশ্বকাপ: ফাইনাল জার্মানি-স্পেন রাত ৮-৩০ মি. স্টার স্পোর্টস সিলেক্ট ১
উয়েফা ফুটবল ভিয়ারিয়াল-কোপেনহেগেন রাত ১১-৪৫ মি. সনি স্পোর্টস ২
উয়েফা ফুটবল ব্রুগা-আর্সেনাল রাত ২টা সনি স্পোর্টস ১
উয়েফা ফুটবল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি রাত ২টা সনি স্পোর্টস ২
উয়েফা ফুটবল বিলবাও-পিএসজি রাত ২টা সনি স্পোর্টস ৫

সব মিলিয়ে আজকের দিনটি ক্রিকেট, ফুটবল ও হকিপ্রেমীদের জন্য এক দারুণ বিনোদনের সুযোগ। পছন্দের খেলা দেখতে টিউন করতে ভুলবেন না।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ