ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

Md. Mithon Sheikh

Senior Reporter

সপ্তম গণবিজ্ঞপ্তি কবে, যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১৬:৫৬:৪৩
সপ্তম গণবিজ্ঞপ্তি কবে, যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

দীর্ঘ প্রতীক্ষিত বেসরকারি শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দেশ। এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিটি প্রচারের জন্য প্রয়োজনীয় অনুমোদন লাভের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রেরণ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। পাশাপাশি, সংগৃহীত বিপুল সংখ্যক শূন্যপদের তথ্যের যথার্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতেও পাঠানো হয়েছে যাচাইয়ের কঠোর নির্দেশনা।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এনটিআরসিএ'র চেয়ারম্যান, মো. আমিনুল ইসলাম, এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রণালয়ের সম্মতি এবং অধিদপ্তরের পক্ষ থেকে তথ্যের নির্ভুলতা নিরীক্ষণ সম্পন্ন হলেই সপ্তম গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে।

চেয়ারম্যানের আশাবাদ:

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, সপ্তম গণবিজ্ঞপ্তি প্রচারের জন্য সকল প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সমাপ্তির পথে। কেবল সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হলেই আমরা বিজ্ঞপ্তিটি প্রকাশ করব। তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৭২ হাজার শিক্ষক নিয়োগের তালিকা যাচাই শুরু

এনটিআরসিএ এবার সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য মোট ৭২ হাজার শূন্য পদের তালিকা প্রণয়ন করেছে। এই বিশাল সংখ্যক শূন্যপদের তথ্য সঠিক কিনা, তা পুনর্বার পরীক্ষার জন্য তিনটি ভিন্ন ভিন্ন পরিপত্র তিনটি প্রধান শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন স্কুল ও কলেজের জন্য প্রাপ্ত ৩০ হাজার ২৭৯টি পদের সঠিকতা নিরীক্ষণ করতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৪০ হাজার ৮৩৮টি পদ এবং

কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য ৮৯১টি পদের তালিকা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।

৩ কার্যদিবসের মধ্যে যথার্থতা যাচাইয়ের নির্দেশনা

এনটিআরসিএ-এর পরিপত্রে শূন্যপদের যথার্থতা যাচাইয়ের পদ্ধতি এবং সময়সীমা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্যপদের চাহিদা অনলাইনে (ই-রিকুইজিশন) সংগ্রহ করা হয়েছে। এই চাহিদা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ উপজেলা মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই হয়ে এনটিআরসিএ'র কাছে এসেছে।

তবে, উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালার শর্তাবলী অনুযায়ী সঠিক আছে কিনা, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অধিদপ্তরকে অধিকতর যাচাই করতে হবে। শূন্যপদের তালিকার সফট কপি সিডি আকারে প্রেরণ করা হয়েছে।

অধিদপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে, শূন্যপদের সঠিকতা আগামী ৩ কার্যদিবসের মধ্যে যাচাই সম্পন্ন করে সফট কপির সর্বডানের কলামে তথ্য সঠিক হলে ‘Correct’ এবং ভুল হলে ‘Incorrect’ মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ বরাবর ফেরত পাঠাতে হবে।

আল-মামুন/

ট্যাগ: শিক্ষা মন্ত্রণালয় মাউশি শিক্ষক নিয়োগ এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন এনটিআরসিএ নতুন বিজ্ঞপ্তি সপ্তম গণবিজ্ঞপ্তি ৭ম গণবিজ্ঞপ্তি এনটিআরসিএ সপ্তম গণবিজ্ঞপ্তি শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি সপ্তম গণবিজ্ঞপ্তি কবে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ৭২ হাজার শূন্যপদ ৭২ হাজার শিক্ষক নিয়োগ এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম মাদ্রাসা অধিদপ্তর কারিগরি অধিদপ্তর সপ্তম গণবিজ্ঞপ্তি খবর শিক্ষক নিয়োগের খবর শূন্যপদ যাচাই এনটিআরসিএ নোটিশ এনটিআরসিএ ৭ম গণবিজ্ঞপ্তি কবে NTRCA 7th Public Circular 7th Gonobiggopti NTRCA Seventh Circular NTRCA Teacher Recruitment 72000 Teacher Vacancies 72 000 NTRCA Jobs NTRCA Circular date NTRCA NTRCA Chairman Md. Aminul Islam Education Ministry Bangladesh Non-Government Teacher Job NTRCA News Teacher Jobs Bangladesh NTRCA Recruitment NTRCA job news NTRCA 7th Circular latest news NTRCA 72k vacancies verification Gonobiggopti NTRCA 7th Circular Shikkhok Niyog NTRCA সপ্তম গণবিজ্ঞপ্তি NTRCA 7th Gonobiggopti 7th Gonobiggopti কবে সপ্তম গণবিজ্ঞপ্তি date এনটিআরসিএ 72000 শূন্যপদ NTRCA Chairman বক্তব্য Shikkhok Niyog Circular

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ