ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ভারতের ৪ ক্রিকেটাকে নিষিদ্ধ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৩ ১২:২৬:৫৪
ভারতের ৪ ক্রিকেটাকে নিষিদ্ধ ঘোষণা

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Syed Mushtaq Ali Trophy) ঘিরে উঠে এলো গুরুতর দুর্নীতির অভিযোগ। নীতিবিরুদ্ধ কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে কঠোর শাস্তির মুখে পড়লেন চারজন ভারতীয় খেলোয়াড়। আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) শুক্রবার (১২ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে।

যাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হলো, তারা হলেন— অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠি এবং অভিষেক ঠাকুরি।

ক্রাইম ব্রাঞ্চে অভিযোগপত্র দায়ের

এসিএ সূত্র নিশ্চিত করেছে যে, এই চার অভিযুক্তের বিরুদ্ধে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র বা এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। জানা গেছে, তারা বিভিন্ন সময়ে আসামের প্রতিনিধিত্ব করেছেন এবং টুর্নামেন্টে অংশ নেওয়া বর্তমান দলের কয়েকজন ক্রিকেটারকে প্রভাবিত ও উস্কানি দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন।

এসিএর সম্পাদক সনাতন দাস এই পুরো ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে জানান, “অভিযোগ উত্থাপিত হওয়ার পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (ACSU) তদন্ত শুরু করে। একই সাথে, এসিএ-ও ফৌজদারি কার্যক্রম গ্রহণ করেছে।”

তিনি আরও যোগ করেন, প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, তারা গুরুতর নীতি-ভঙ্গের দায়ে অভিযুক্ত, যা ক্রিকেটের সততা ও সংহতিকে সরাসরি বিপন্ন করেছে।

সকল ক্রিকেটীয় কর্মকাণ্ডে স্থগিতাদেশ

সনাতন দাস স্পষ্ট করে দিয়েছেন, পরিস্থিতি আরও খারাপ হওয়া ঠেকাতে এই খেলোয়াড়দের সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “তদন্তের চূড়ান্ত রায় অথবা অ্যাসোসিয়েশনের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে।”

এই নিষেধাজ্ঞার সময়কালে অভিযুক্ত চার ক্রিকেটার এসিএ বা এর জেলা ইউনিট, অথবা অনুমোদিত ক্লাবের অধীনে অনুষ্ঠিত কোনো রাজ্যস্তরের টুর্নামেন্ট বা ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি, তারা ম্যাচ রেফারি, কোচ, আম্পায়ারসহ ক্রিকেট-সংক্রান্ত যেকোনো ধরনের কর্মকাণ্ডেও যুক্ত হতে পারবেন না। এই নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য এসিএর পক্ষ থেকে সব জেলা ক্রিকেট সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আসামের লিগ পর্যায়ের ম্যাচগুলো গত ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল। তবে রাজ্যটি সুপার লিগ পর্বে উত্তীর্ণ হতে পারেনি।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ