MD. Razib Ali
Senior Reporter
আজ দেশের যেসব এলাকায় দীর্ঘ ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ কিছু অংশে আজ রোববার বিদ্যুৎ সংযোগ ব্যাহত হতে চলেছে। ট্রান্সফরমার এবং বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের অধীন একাধিক ফিডারে এই সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সিলেট বিউবো’র বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণের কাজটি অত্যাবশ্যক। মূলত ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ, বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করার জন্যই সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।
নিচে লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তার বিস্তারিত তালিকা দেওয়া হলো:
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট (দীর্ঘ আট ঘণ্টা):
লাক্কাতুড়া উপকেন্দ্রের বড় বাজার, বনশ্রী এবং বাদামবাগিচা ফিডারের আওতায় থাকা গ্রাহকদের জন্য আজকের দিনটি দীর্ঘ হতে চলেছে। এই অংশগুলোতে পুরো আট ঘণ্টা (সকাল ৮টা থেকে বিকেল ৪টা) বিদ্যুৎ থাকবে না:
বনশ্রী, বাদামবাগিচা, ইলাশকান্দি, উদয়ন, আনার মিয়ার গলি, সৈয়দ মুগনি, চৌকিদেখী, বাঁশবাড়ি গলি, সিলসিলা গলি, রূপসা গলি, আঙ্গুর মিয়ার গলি, মোল্লাপাড়া গলি, পাহাড়িকা।
লাক্কাতুড়া বাজার, মুসলিমপাড়া, মালনিছড়া, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড় বাজার ও তৎসংলগ্ন এলাকা।
প্রথম প্রহরে বিদ্যুৎ থাকবে না যেসব স্থানে (সকাল ৮টা-১১টা):
তবে উপকেন্দ্রের আওতাধীন আরও বেশ কিছু স্থানে তুলনামূলক কম সময়ের জন্য (সকাল ৮টা থেকে সকাল ১১টা) সংযোগ বিচ্ছিন্ন থাকবে। ৩৩/১১ কেভি লাক্কাতুড়া উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি ফিডারের অধীনে এই সময় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। এই এলাকাগুলো হলো:
কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা, পাহাড়িকা, বড়বাজার।
লাক্কাতুড়া স্টেডিয়াম ফিডারের লাক্কাতুড়া বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুর মিয়ার গলির মুখ, রূপসা আবাসিক এলাকা, খাসদবির প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়ার গলি, দারুস সালাম মাদরাসা রোড।
বড় বাজার, আবাদানি, বড়শালা মসজিদের আশপাশের আংশিক এলাকা, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান।
ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট ও আশপাশের এলাকা।
সাময়িক এই অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের ধৈর্য ধারণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছে।
এস,এম,মুন্না/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তালিকাভুক্ত দুই কোম্পানির অস্তিত্ব টিকে থাকা নিয়ে শঙ্কায় নিরীক্ষক
- ওসমান হাদী গুলিবিদ্ধ, জানা গেল সর্বশেষ অবস্থা
- earthquake today: এবার ৬.৭ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: ৪১ ওভার শেষ, Live দেখুন এখানে
- আজকের সোনার দাম: (শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫)
- আজ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ লাইভ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: চরম নাটকীয়তায় শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- ban u19 vs afg u19 : ৪১ ওভার শেষ, Live দেখুন এখানে
- আজকের সোনার দাম: (শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫)
- ভারতের ৪ ক্রিকেটাকে নিষিদ্ধ ঘোষণা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ: রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- সরকারি নমুনা মেনে নির্ভুল দলিল তৈরির ১১টি ধাপ জেনে নিন
- ২০২৬ সালের এইচএসসি সিলেবাস: পরীক্ষার্থীদের জন্য বোর্ডের জরুরি চিঠি