ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

Spain vs Argentina Finalissima : ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৯ ১০:৩২:৩১
Spain vs Argentina Finalissima : ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মহাদেশ—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরো চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে উয়েফা। ২০২৬ বিশ্বকাপের আগে ফুটবল প্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ধামাকা।

লুসাইলের চেনা আঙিনায় মেসিদের প্রত্যাবর্তন

আর্জেন্টাইন সমর্থকদের কাছে কাতারের লুসাইল স্টেডিয়াম মানেই এক পশলা আবেগ। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে যে মাঠে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন লিওনেল মেসি, ঠিক সেই চেনা ঘাসেই এবার স্পেনের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২০২৬ সালের ২৭ মার্চ কাতারের এই আইকনিক স্টেডিয়ামেই বসবে ফিনালিসিমার মহোৎসব।

ম্যাচ শুরুর সময়

উয়েফার ঘোষণা অনুযায়ী, মারাত্বক এই হাইভোল্টেজ দ্বৈরথটি শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। লাতিন ফুটবল শৈলী বনাম ইউরোপীয় পাওয়ার ফুটবলের এই সংঘাত দেখতে ওইদিন সারা বিশ্বের কোটি কোটি ফুটবল অনুরাগী টিভির পর্দায় চোখ রাখবেন, তা বলাই বাহুল্য।

ফিনালিসিমার প্রেক্ষাপট

২০২১ সালে কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে পুনরায় চালু হওয়া এই টুর্নামেন্টটি ফুটবল বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়নও আর্জেন্টিনা। ২০২২ সালের আসরে ইতালির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এবার স্পেনের বিপক্ষে সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

পরিসংখ্যানে লড়াইয়ের সমতা

স্পেন ও আর্জেন্টিনা—দুদলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস বেশ রোমাঞ্চকর। এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। মজার ব্যাপার হলো, দুই দলের জয়ের পাল্লা একদম সমান। স্পেন জিতেছে ৬টি ম্যাচে, আর আর্জেন্টিনা জয় পেয়েছে বাকি ৬টিতে। অন্য ম্যাচগুলো ড্রতে শেষ হয়েছে। ফলে লুসাইলের এই ম্যাচটি কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এক বিশাল সুযোগ।

মার্চের সেই রাতে লুসাইল কি আবারও মেসিদের জয়গানে মুখরিত হবে, নাকি স্প্যানিশ তারুণ্যের জোয়ারে ভেসে যাবে সব? উত্তর মিলবে ২০২৬-এর ফিনালিসিমায়।

আল-মামুন/

ট্যাগ: লিওনেল মেসি ফুটবল সংবাদ ফুটবল নিউজ উয়েফা আর্জেন্টিনা বনাম স্পেন স্পেন বনাম আর্জেন্টিনা ফিনালিসিমা ২০২৬ Finalissima 2026 Spain vs Argentina Finalissima Argentina next match 2026 ফিনালিসিমা ২০২৬ কবে হবে স্পেন-আর্জেন্টিনা ম্যাচের সময় ও তারিখ লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেন Finalissima 2026 venue and date Finalissima 2026 kick off time ফিনালিসিমা ২০২৬ এর ভেন্যু কোথায় মেসি বনাম স্পেন ফিনালিসিমা আর্জেন্টিনার পরবর্তী বড় ম্যাচ কোপা আমেরিকা বনাম ইউরো চ্যাম্পিয়ন লড়াই Spain vs Argentina head to head স্পেন বনাম আর্জেন্টিনা মুখোমুখি পরিসংখ্যান Messi Finalissima 2026 Argentina vs Spain Finalissima schedule UEFA Finalissima 2026 Lusail Stadium Finalissima Copa America vs Euro winners match Argentina match in Qatar 2026 Spain vs Argentina 2026 কবে মাঠে নামছে আর্জেন্টিনা ও স্পেন লুসাইল স্টেডিয়ামে আবারও ফিরছে আর্জেন্টিনা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ