ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২১ ১৮:২৩:৩৮
ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (ILT20) এর ২৩তম ম্যাচে আজ আবুধাবিতে মুখোমুখি হয়েছে গালফ জায়ান্টস এবং দুবাই ক্যাপিটালস। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার এক বল আগেই ১৫৬ রানে অলআউট হয়ে গেছে গালফ জায়ান্টস। দুবাই ক্যাপিটালসের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা।

গুরবাজের ঝড় ও ওমারজাইয়ের লড়াই

ইনিংসের শুরুতে রহমানউল্লাহ গুরবাজ ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন। তিনি মাত্র ১১ বলে ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৫ রান করেন। তবে হায়দার আলীর বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক জেমস ভিন্স ৩৪ বলে ৩৬ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন।

মধ্যভাগে আজমতউল্লাহ ওমারজাই ২৬ বলে ৪৩ রানের একটি কার্যকর ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। কাইল মেয়ার্সও ২০ বলে ২৪ রান করেন। কিন্তু মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৬ রানেই থামতে হয় গালফ জায়ান্টসকে।

জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান

দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে আজ দুর্দান্ত ছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ৩.৫ ওভার বল করে ৩৪ রান খরচায় তিনি শিকার করেন মূল্যবান ৩টি উইকেট। জেমস ভিন্স ও আজমতউল্লাহ ওমারজাইয়ের মতো গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নেন তিনি। এছাড়া হায়দার আলী ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ২ উইকেট এবং মোহাম্মদ নবী ২৬ রানে ১ উইকেট নেন।

জবাবে ব্যাট করছে দুবাই ক্যাপিটালস

১৫৭ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে দুবাই ক্যাপিটালস শুরুতেই সিদিকউল্লাহ আতালের উইকেট হারিয়েছে। আতাল ১০ বলে ৯ রান করে আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে আউট হন। বর্তমানে ৪.৪ ওভার শেষে দুবাই ক্যাপিটালসের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান।

ক্রিজে অপরাজিত আছেন শায়ান জাহাঙ্গীর (২২*)। জয়ের জন্য দুবাইয়ের এখনো ৯২ বলে ১২৩ রান প্রয়োজন। বর্তমানে তাদের জয়ের সম্ভাবনা ৬৭.১৩ শতাংশ।

সরাসরি Live এখানেক্লিক করুন

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ