Alamin Islam
Senior Reporter
আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ কবে
ফুটবল বিশ্বের দুই পাওয়ার হাউজ—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই দেখার অপেক্ষা শেষ হতে চলেছে। ২০২৬ বিশ্বকাপের দামামা বাজার আগেই ফুটবল অনুরাগীরা পেতে যাচ্ছেন এক রোমাঞ্চকর উপহার। ইউরো জয়ী স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ ‘ফিনালিসিমা’ ম্যাচের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে উয়েফা।
মেসির স্মৃতিবিজড়িত লুসাইলেই ফিরছে আর্জেন্টিনা
আর্জেন্টাইন ফুটবল ভক্তদের কাছে কাতারের লুসাইল স্টেডিয়াম মানেই এক পশলা সোনালী স্মৃতি। যে মাঠে বিশ্বজয়ের মুকুট পরেছিলেন লিওনেল মেসি, ঠিক সেই চেনা আঙিনায় আবারও নামছে আলবিসেলেস্তেরা। আগামী ২৭ মার্চ, ২০২৬ তারিখে কাতারের এই আইকনিক স্টেডিয়ামেই স্প্যানিশদের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৩৬ বছর পর যেখানে ট্রফি জয়ের উৎসব হয়েছিল, সেই চিরচেনা ঘাসেই এবার শ্রেষ্ঠত্বের আরেক পরীক্ষায় বসবেন মেসি-ডি মারিয়ারা।
ম্যাচ শুরুর চূড়ান্ত সময়
উয়েফার তথ্যমতে, দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের এই মহাসংগ্রাম শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। লাতিন আমেরিকান ফুটবলীয় ছন্দ বনাম ইউরোপীয় গতির লড়াই উপভোগ করতে ওইদিন সারা বিশ্বের কোটি কোটি দর্শক টিভির পর্দায় চোখ রাখবেন বলে ধারণা করা হচ্ছে।
ফিনালিসিমার বর্তমান প্রেক্ষাপট
কনমেবল ও উয়েফার যৌথ উদ্যোগে ২০২১ সাল থেকে পুনরায় প্রাণ ফিরে পায় এই ঐতিহাসিক টুর্নামেন্ট। মজার বিষয় হলো, ফিনালিসিমার বর্তমান শিরোপাধারীও আর্জেন্টিনা। ২০২২ সালে ইতালির বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত এক জয়ে এই ট্রফি নিজেদের করে নিয়েছিল লাতিন আমেরিকার দলটি। ফলে ২০২৬ সালে স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার এক বড় চ্যালেঞ্জ থাকবে আর্জেন্টিনার সামনে।
সমানে-সমান দুই পরাশক্তি
পরিসংখ্যানের পাতায় চোখ রাখলে দেখা যায়, স্পেন ও আর্জেন্টিনা একে অপরের জন্য কতটা কঠিন প্রতিপক্ষ। ফুটবল ইতিহাসে এ পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। রোমাঞ্চকর বিষয় হলো, লড়াইয়ে এখনো কেউ কাউকে ছাড়িয়ে যেতে পারেনি। স্পেন জিতেছে ৬টি ম্যাচ, বিপরীতে আর্জেন্টিনার জয়ও ঠিক ৬টিতেই। বাকি ম্যাচগুলো অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
লুসাইলের এই লড়াই তাই কেবল একটি ট্রফি জয়ের লড়াই নয়, বরং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে পরিসংখ্যানে একে অপরকে টপকে যাওয়ার এক সুবর্ণ সুযোগ। মার্চের সেই রাতে লুসাইলে কি স্প্যানিশ তারুণ্য জয়ী হবে, নাকি মেসির জাদুকরী ছোঁয়ায় আবারও উৎসব হবে আর্জেন্টিনা শিবিরে? উত্তর মিলবে ২০২৬-এর ফিনালিসিমায়।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির মনোনয়নে বড় রদবদল: যাদের কপাল খুলল, বাদ পড়লেন যারা
- প্রবাসীদেরইকামাফি নিয়ে দারুন সুখবর দিল সৌদি আরব
- লিভারের বিপদ বুঝবেন যেভাবে: ত্বকের ৪টি পরিবর্তন আজই চিনে নিন
- ত্বকেই মিলবে লিভারের রোগের আভাস: এই ৪ লক্ষণ দেখা দিলে সাবধান
- ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে
- ILT20: ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মুস্তাফিজ
- সূচক কমলেও ডিএসইর ৪ শেয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারি নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা
- আইএল টি২০: সেরা ৫ উইকেট শিকারি বোলার তালিকা, জানুন মুস্তাফিজের অবস্থান
- ILT20: শীর্ষ ৫ উইকেট শিকারি বোলারের তালিকা উল্টে পাল্টে দিলেন মুস্তাফিজ
- আজকের সোনার দাম: (শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫)
- বিপিএল ২০২৫: ২০০ টাকায় গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ, টিকিট কাটবেন যেভাবে
- চলতি সপ্তাহেই এজিএম ৫২টি তালিকাভুক্ত কোম্পানি
- আজকের সোনার দাম: (রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫)
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন বার্তা: পরীক্ষার সূচিতে বড় পরিবর্তন?