ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

হাদিকে যে প্রস্তাব দিয়েছিল ফয়সাল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য 

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৮:১৯:৪৩
হাদিকে যে প্রস্তাব দিয়েছিল ফয়সাল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক পিলে চমকানো তথ্য বেরিয়ে আসছে। গোয়েন্দাদের দাবি, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত পেশাদার ও সুপরিকল্পিত একটি ‘মিশন’। বিদেশ থেকে ফিরে এসে একটি বিশেষ ঘাতক দল বা ‘শুটার টিম’ গঠন করে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। মাত্র সাত দিনের ব্যবধানে সখ্যতা থেকে শুরু করে নৃশংস হত্যাকাণ্ড—সবটাই ছিল এক ভয়াবহ ছকের অংশ।

সখ্যতার আবরণে অনুপ্রবেশ: ৪ ও ৯ ডিসেম্বরের পরিকল্পনা

তদন্তে জানা গেছে, হাদির নিরাপত্তা বলয়ে ঢুকতে ফয়সাল বেছে নেয় ‘বন্ধুত্বের’ কৌশল। গত ৪ ডিসেম্বর রাত ৮টা ১৮ মিনিটে বাংলামোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে সহযোগী কবিরকে সাথে নিয়ে হাজির হন ফয়সাল। মাত্র ছয় মিনিটের এক সংক্ষিপ্ত বৈঠকে তিনি হাদির সঙ্গে কাজ করার গভীর ইচ্ছা প্রকাশ করেন। এটিই ছিল হাদির বিশ্বাস অর্জনের প্রথম ধাপ।

এর ঠিক পাঁচ দিন পর, ৯ ডিসেম্বর রাতে আলমগীর নামক আরেক সহযোগীকে নিয়ে পুনরায় সেখানে যান ফয়সাল। ওই বৈঠকে তিনি নিজেকে নির্বাচনী প্রচারণার একজন দক্ষ সংগঠক হিসেবে উপস্থাপন করেন। ফলশ্রুতিতে হাদির নির্বাচনী টিমে তার অনায়াস প্রবেশ ঘটে। ১০ ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির সরাসরি প্রচারণায় অংশ নিয়ে ফয়সাল বুঝিয়ে দেন যে তিনি হাদির একজন একনিষ্ঠ অনুসারী। কিন্তু পর্দার আড়ালে তখন চলছিল রেকি ও খুনের চূড়ান্ত প্রস্তুতি।

রিসোর্টে ‘হেডশট’-এর ঘোষণা ও আগাম পরিকল্পনা

মিশন বাস্তবায়নের আগে ফয়সাল ও তার দল সাভার, মানিকগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ (রেকি) করেন। ১১ ডিসেম্বর থেকে তিনি পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় অবস্থান নিয়ে হামলার চূড়ান্ত প্রস্তুতি সারেন।

১৩ ডিসেম্বর হামলার দিন ভোরে সাভারের হেমায়েতপুরের ‘গ্রিন জোন’ রিসোর্টে যান ফয়সাল। সেখানে তার বান্ধবী মারিয়া ও তার বোন আগে থেকেই উপস্থিত ছিলেন। রিসোর্টের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ২২ মিনিটে ফয়সাল সেখানে প্রবেশ করেন। সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল তার সঙ্গীদের সামনে ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, তিনি হাদির মাথায় গুলি করে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করবেন। এমনকি হত্যাকাণ্ড শেষ করে সব ধরনের ডিজিটাল যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলার নির্দেশনাও তিনি সেখানেই দিয়েছিলেন।

১৩ ডিসেম্বরের রক্তক্ষয়ী সেই দুপুর: মিনিট বাই মিনিট ঘটনাপ্রবাহ

গোয়েন্দা তথ্যানুযায়ী, ১৩ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ঘাতক ফয়সাল তার আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হন। এরপরের ঘটনাপ্রবাহ ছিল অত্যন্ত পরিকল্পিত:

বেলা ১১টা ৪৫ মিনিট: ফয়সাল সেগুনবাগিচায় হাদির প্রচারণায় যোগ দেন এবং তার গতিবিধি নজরে রাখেন।

দুপুর ১২টা ২২ মিনিট: প্রচারণা শেষে হাদি একটি অটোরিকশায় করে মতিঝিলের দিকে রওনা হলে ফয়সাল ও আলমগীর মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করতে থাকেন।

দুপুর ১২টা ৫০ মিনিট: হাদি মতিঝিল জামিয়া দারুল উলুম মসজিদে জুমার নামাজ পড়তে গেলে ফয়সালরাও সেখানে যান এবং নজরদারি অব্যাহত রাখেন।

দুপুর ২টা ১৬ মিনিট: নামাজ শেষে হাদি যখন গন্তব্যে রওনা হন, খুনিরা ছায়ার মতো তার পেছনে লেগে থাকে। তারা দৈনিক বাংলা মোড় হয়ে পল্টনের বক্স কালভার্ট রোডে প্রবেশ করে।

দুপুর ২টা ২৪ মিনিট: প্রায় আড়াই ঘণ্টার দীর্ঘ অপেক্ষার পর একটি তুলনামূলক নিরিবিলি জায়গা পেয়ে হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকে দুটি গুলি ছোড়ে ফয়সাল।

চিকিৎসার লড়াই ও নক্ষত্র পতন

গুলিবিদ্ধ হাদিকে সংকটজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৮ ডিসেম্বর মারা যান শরিফ ওসমান হাদি। পরে তাকে দেশে ফিরিয়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়।

পলাতক খুনি ও গায়েব হওয়া আলামত

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ড ঘটানোর মাত্র ১২ ঘণ্টার মধ্যে সুকৌশলে দেশ ত্যাগ করে মূল অভিযুক্ত ফয়সাল। পরিকল্পনার অংশ হিসেবে খুনের সাথে জড়িত গুরুত্বপূর্ণ আলামতগুলোও সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ রক্ষা করছে ফয়সালকে দেশে ফিরিয়ে আনার জন্য। এই হত্যাকাণ্ডের পেছনে আর কোনো শক্তিশালী মহলের হাত রয়েছে কিনা, সেটিই এখন তদন্তের মূল বিষয়।

আল-মামুন/

ট্যাগ: শরিফ ওসমান হাদি শরিফ ওসমান হাদি হত্যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি শুটার ফয়সাল করিম মাসুদ কে এই শুটার ফয়সাল? ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য ঢাকা-৮ আসনের প্রার্থীকে গুলি মতিঝিলে হাদিকে গুলি পল্টন বক্স কালভার্ট রোডে হামলা সেগুনবাগিচা নির্বাচনী প্রচারণা হামলা সাভার গ্রিন জোন রিসোর্ট সিসিটিভি ইনকিলাব কালচারাল সেন্টার বৈঠক হাদি হত্যার নীল নকশা হাদিকে খুনের আগে ফয়সালের প্রস্তাব হাদি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ শুটার ফয়সাল কেন হাদিকে মারল? গোয়েন্দা তদন্তে হাদি হত্যাকাণ্ড শুটার ফয়সালের পলায়ন সিঙ্গাপুরে ওসমান হাদির মৃত্যু শরিফ ওসমান হাদির দাফন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হাদির জানাজা শুটার ফয়সাল হাদিকে কী প্রস্তাব দিয়েছিল? কত দিনের পরিকল্পনায় খুন হলেন শরিফ ওসমান হাদি? হাদি হত্যার নেপথ্যে কারা? সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ওসমান হাদি শরিফ ওসমান হাদির দাফন কোথায় হয়েছে?

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ