Alamin Islam
Senior Reporter
ফিফা র্যাঙ্কিং প্রকাশ, জানুন বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার অবস্থান
২০২৫ সালের আন্তর্জাতিক ফুটবলের সমীকরণ চুকিয়ে বছরের শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ তালিকায় বড় চমক দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টপকে শীর্ষে উঠে এসেছে স্পেন। এদিকে, দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আগের অবস্থান ধরে রেখেই বছর পার করল বাংলাদেশ।
বিশ্বসেরার মুকুট এখন স্পেনের মাথায়
লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত সময় পার করা স্পেন ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বর স্থানটি দখল করেছে। গত কয়েক মাস ধরে শীর্ষস্থান ধরে রাখা লিওনেল মেসির আর্জেন্টিনা সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আলবিসেলেস্তেদের বর্তমান সংগ্রহ ১৮৭৩.৩৩ পয়েন্ট।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ৩৩টি অবস্থানে বড় কোনো রদবদল না হওয়ায় প্রথম সারির দলগুলো প্রায় একই অবস্থানে রয়েছে। স্পেনের পর ক্রমান্বয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) এবং ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)।
বাংলাদেশের ফুটবলে বছর শেষের সমীকরণ
এশিয়ান ফুটবল অঙ্গনে বাংলাদেশের অবস্থান আগের মতোই ১৮০ নম্বরে অটুট রয়েছে। তবে পয়েন্টের হিসেবে যৎসামান্য বিচ্যুতি ঘটেছে লাল-সবুজের প্রতিনিধিদের। আগে ৯১১.১৯ পয়েন্ট থাকলেও বছর শেষে তা দাঁড়িয়েছে ৯১১.১-এ।
হাভিয়ের কাবরেরার শিষ্যরা বছরটি শেষ করেছে মিশ্র এক অভিজ্ঞতা নিয়ে। নেপালের বিপক্ষে ২-২ গোলের লড়াকু ড্র এবং এশিয়ান কাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১-০ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে আগামী বছরের পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ দল।
এশিয়ায় উত্থান-পতনের গল্প
র্যাঙ্কিংয়ের এই হালনাগাদে এশিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছে ভিয়েতনাম। তিন ধাপ এগিয়ে তারা এখন ফুটবল বিশ্বের ১০৭ নম্বর দল। উল্টো চিত্র দেখা গেছে মালয়েশিয়ার ক্ষেত্রে; ৫ ধাপ নিচে নেমে গিয়ে ১২১ নম্বরে থেকে বছর শেষ করল দেশটি।
একনজরে বছরের শেষ ফিফা র্যাঙ্কিং (সেরা ৫)
স্পেন: ১৮৭৭.১৮ পয়েন্ট (শীর্ষস্থান)
আর্জেন্টিনা: ১৮৭৩.৩৩ পয়েন্ট (দ্বিতীয়)
ফ্রান্স: ১৮৭০ পয়েন্ট (তৃতীয়)
ইংল্যান্ড: ১৮৩৪.১২ পয়েন্ট (চতুর্থ)
ব্রাজিল: ১৭৬০.৪৬ পয়েন্ট (পঞ্চম)
আন্তর্জাতিক ফুটবলের এই সর্বশেষ অবস্থান ফুটবল দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইউরোপীয় শক্তির উত্থান এবং ল্যাটিন পরাশক্তিদের সামান্য পিছিয়ে পড়া নিয়ে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশ বিএনপির মনোনয়নে বড় রদবদল: বাদ পড়লেন যারা
- প্রবাসীদেরইকামাফি নিয়ে দারুন সুখবর দিল সৌদি আরব
- ত্বকেই মিলবে লিভারের রোগের আভাস: এই ৪ লক্ষণ দেখা দিলে সাবধান
- ILT20: ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মুস্তাফিজ
- তারেক রহমানের নির্দেশ, বিএনপির মনোনয়নে বড় রদবদল,বাদ পড়লেন যারা, তালিকা প্রকাশ
- ILT20-গালফ জায়ান্টস বনাম দুবাই ক্যাপিটালস: সরাসরি Live দেখুন এখানে
- চলছে রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- সূচক কমলেও ডিএসইর ৪ শেয়ারে ক্রেতাদের উপচে পড়া ভিড়
- রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন Live
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারি নতুন পদ্ধতিতে হবে পরীক্ষা
- আইএল টি২০: সেরা ৫ উইকেট শিকারি বোলার তালিকা, জানুন মুস্তাফিজের অবস্থান
- ILT20: শীর্ষ ৫ উইকেট শিকারি বোলারের তালিকা উল্টে পাল্টে দিলেন মুস্তাফিজ
- ২০২৬ সালের এসএসসি পরীক্ষা নিয়ে নতুন বার্তা: পরীক্ষার সূচিতে বড় পরিবর্তন?
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল ফয়সাল, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য
- আজকের খেলার সময়সূচি: রংপুর রাইডার্সবনাম রাজশাহী ওয়ারিয়র্স