ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৭:২৬:৪৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ময়দানে নামার পথে বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন জানিয়ে উচ্চ আদালতে করা রিটটি খারিজ হয়ে গেছে। এর ফলে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা প্রায় বন্ধ হয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতের সিদ্ধান্ত ও আইনি ব্যাখ্যা

আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে সওয়াল-জবাব করেন অভিজ্ঞ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

শুনানি শেষে আদালত রিট আবেদনটি খারিজ করার সিদ্ধান্ত দেন। এই আদেশের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান সাংবাদিকদের জানান, "বাংলাদেশ ব্যাংকের তৈরি ঋণ খেলাপির তালিকায় মাহমুদুর রহমান মান্নার নাম রয়েছে। সেই তালিকা থেকে অব্যাহতি চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে আদালত তার আবেদনটি গ্রহণ না করে খারিজ করে দিয়েছেন। বর্তমান আইনি বাস্তবতায় তার পক্ষে সংসদ নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।"

ঋণের নেপথ্য কারণ: ৩৮ কোটি টাকার খেলাপি

ঘটনার সূত্রপাত হয় মাহমুদুর রহমান মান্নার মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড’কে কেন্দ্র করে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা থেকে নেওয়া প্রায় ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা বকেয়া পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়।

গত ১০ ডিসেম্বর উক্ত ব্যাংক শাখা থেকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় একটি ‘কল ব্যাক নোটিশ’ পাঠানো হয়। সেখানে ১৮ ডিসেম্বরের মধ্যে সমুদয় অর্থ পরিশোধের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সময়সীমা পার হওয়ার পরও পাওনা পরিশোধ না করায় তিনি খেলাপি হিসেবে চিহ্নিত হন।

উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি

হাইকোর্টের এই আদেশে দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মান্নার আইনজীবীরা। ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, "আমরা আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি উচ্চতর আদালতে আমরা ন্যায়বিচার পাব।"

জাতীয় নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন আইনি জটিলতা মাহমুদুর রহমান মান্নার রাজনৈতিক ক্যারিয়ারে এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন সবার নজর উচ্চ আদালতের আপিল বিভাগের সিদ্ধান্তের দিকে।

আল-মামুন/

ট্যাগ: মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য Mahmudur Rahman Manna নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না মান্নার রিট খারিজ মাহমুদুর রহমান মান্না সর্বশেষ খবর হাইকোর্টের রায় আজ বিচারপতি মো. বজলুর রহমান ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ হাইকোর্টে মান্নার আবেদন খারিজ মান্নার আপিল আবেদন আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেড ৩৮ কোটি টাকা ঋণ খেলাপি ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখা ইসলামী ব্যাংকের কল ব্যাক নোটিশ বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি তালিকা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে অযোগ্য মাহমুদুর রহমান মান্না নির্বাচনী সংবাদ ২০২৫ ভোটে লড়তে পারবেন না মান্না Nagorik Oikya President Manna Manna disqualified from election Mahmudur Rahman Manna news today Manna writ petition dismissed High Court rejects Mannas writ High Court verdict on loan defaulter Justice Md. Bazlur Rahman order Barrister Jyotirmoy Barua on Manna Writ petition dismissal news Bangladesh Afaku Cold Storage Ltd loan default 38 crore loan default case Islami Bank Bogra Bargola branch notice Loan defaulter list Bangladesh Bank Manna loan recovery news Bangladesh National Election 2025 Manna barred from parliamentary election Bangladesh politics latest news Election disqualification rules Bangladesh

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ