ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

২০২৬ বিশ্বকাপ: সমীকরণ বদলে দেওয়ার কারিগর কি মেসিই?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ১৫:৪৫:০৪
২০২৬ বিশ্বকাপ: সমীকরণ বদলে দেওয়ার কারিগর কি মেসিই?

Lionel Messi in FIFA World Cup 2026: ২০২৬ সালের ফুটবল মহাযজ্ঞের দামামা বাজতে শুরু করেছে। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসবে বিশ্বসেরা হওয়ার লড়াই। শিরোপাধারী আর্জেন্টিনার লক্ষ্য ট্রফি ধরে রাখা, তবে ভক্তদের সব কৌতূহল আবর্তিত হচ্ছে একটি নামকে ঘিরে—লিওনেল মেসি। আসন্ন আসরে মেসির উপস্থিতি কি আর্জেন্টিনার জন্য আশীর্বাদ হবে নাকি দলের ভারসাম্য নষ্টের কারণ? এই প্রশ্নে নতুন মাত্রা যোগ করেছেন জার্মান তারকা থমাস মুলার।

মেসির উপস্থিতি: দ্বিমুখী তলোয়ার?

ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে থমাস মুলার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি মনে করেন, মেসির থাকা বা না থাকা দলের পুরো প্রজেক্টের ভারসাম্য বদলে দিতে পারে। মুলারের ভাষায়, "মেসি সেখানে থাকলে সেটি হবে এক দারুণ পরিকল্পনা। তবে একই সাথে তা দলের সামগ্রিক স্থিতিশীলতা বা ভারসাম্যও ওলটপালট করে দিতে পারে—তা ইতিবাচক বা নেতিবাচক, দুই-ই হতে পারে।"

মেসির বয়স ও বর্তমান শারীরিক সক্ষমতার কথা মাথায় রেখেই সম্ভবত এমন মন্তব্য করেছেন মুলার, যিনি নিজে অনেকবার মেসির মুখোমুখি দাঁড়িয়েছেন।

রেকর্ড গড়ার হাতছানি

যদি লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে মাঠে নামেন, তবে তিনি ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণের বিরল গৌরব অর্জন করবেন। এর আগে শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদো এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন। তবে মেসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি; তিনি প্রতিটি দিন ধরে এগোতে চান এবং নিজের ফিটনেস দেখে সিদ্ধান্ত নিতে চান।

মুলার-মেসি দ্বৈরথ: ইতিহাসের আয়নায়

মাঠের লড়াইয়ে মেসির বিপক্ষে মুলারের রেকর্ড বেশ দাপুটে। ১১ বার একে অপরের বিপক্ষে লড়াই করেছেন তারা, যার মধ্যে মুলার জিতেছেন ৭ বার এবং মেসি ৪ বার। ২০১৪-এর বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ২০১০-এর ৪-০ গোলের জয় কিংবা ২০২০-এর সেই ঐতিহাসিক ৮-২ ব্যবধান—মুলারের সাফল্যের পাল্লা বেশ ভারি। তবে সাম্প্রতিক স্মৃতিতে শেষ হাসি হেসেছেন মেসিই। গত ৬ ডিসেম্বর মুলারের ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে ইন্টার মিয়ামিকে এমএলএস শিরোপা এনে দিয়েছেন আর্জেন্টাইন জাদুকর।

জার্মানির জন্য মুলারের সতর্কবার্তা

নিজের দল জার্মানিকেও সাবধান করেছেন মুলার। ইকুয়েডর ও আইভরি কোস্টের মতো দলগুলোকে খাটো করে না দেখার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, গ্রুপ পর্ব পার হওয়াটাই হবে প্রথম চ্যালেঞ্জ এবং কোনো দলকেই এখানে হেলাফেলা করার সুযোগ নেই।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার মিশন

বিশ্বকাপের ড্র অনুযায়ী আর্জেন্টিনা পড়েছে গ্রুপ ‘জে’-তে। যেখানে তাদের মোকাবিলা করতে হবে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের সময়সূচি:

১৬ জুন (মঙ্গলবার): প্রতিপক্ষ আলজেরিয়া

২২ জুন (সোমবার): প্রতিপক্ষ অস্ট্রিয়া

২৬ জুন (শুক্রবার): প্রতিপক্ষ জর্ডান

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি গায়ে মেসি কি ষষ্ঠবারের মতো বিশ্বমঞ্চে নামবেন? নাকি থমাস মুলারের শঙ্কা অনুযায়ী দলের ভারসাম্যে আসবে বড় কোনো পরিবর্তন—এখন সেটাই দেখার বিষয়।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ