ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল মা-মেয়ের দেহ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৫ ২১:২৫:৫০
জাল ফেলতেই পুকুর থেকে উঠে এল মা-মেয়ের দেহ

হাড়হিম করা এক ঘটনার সাক্ষী থাকল বীরভূমের দুবরাজপুর। নিছক নিখোঁজ হওয়া যে এমন মর্মান্তিক পরিণতিতে শেষ হবে, তা কল্পনাও করতে পারেননি কলুপাড়ার বাসিন্দারা। দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে স্থানীয় ‘মোড়ল পুকুর’ থেকে উদ্ধার হল মা ও মেয়ের প্রাণহীন দেহ। মৃতদের পরিচয় মিলেছে— মালা হাজরা ও তাঁর শিশুকন্যা বৃষ্টি হাজরা।

নিখোঁজ থেকে নিথর দেহ: ৪৮ ঘণ্টার রহস্য

ঘটনার সূত্রপাত দু’দিন আগে। হঠাৎ করেই ঘর থেকে উধাও হয়ে যান মা ও মেয়ে। পরিবারের সদস্যরা সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজখবর চালিয়েও তাঁদের হদিশ পাননি। দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়া এলাকায় এই অন্তর্ধান নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছিল দুশ্চিন্তার মেঘ। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

পুকুর পাড়ে ভিড় এবং সেই ভয়াবহ দৃশ্য

বৃহস্পতিবার সকালে মোড়ল পুকুরের জলে মালা হাজরার দেহ ভাসতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়— ছোট মেয়েটি কোথায়? শিশুটির সন্ধানে স্থানীয় বাসিন্দারা নিজেরাই পুকুরের জলে তল্লাশি শুরু করেন। শেষে মাছ ধরার জাল ফেলা হলে, সেই জালেই উঠে আসে ছোট্ট বৃষ্টির নিথর শরীর।

পুলিশের তৎপরতা ও এলাকা সিল

খবর পেয়েই দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তদন্তের স্বার্থে দ্রুত এলাকাটি ঘিরে ফেলা হয়। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এটি নিছকই কোনো দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় কাউন্সিলরের বক্তব্য

পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর ঘোষ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, “গত দু’দিন ধরেই ওঁদের কোনো পাত্তা পাওয়া যাচ্ছিল না। পুলিশের কাছে অভিযোগও জানানো হয়েছিল। আজ সকালে প্রথমে মালা হাজরার দেহ উদ্ধার হয় এবং তার প্রায় ঘণ্টা দেড়েক পর জালে শিশুটির দেহ মেলে। পুলিশি তদন্ত চলছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।”

একই পরিবারের দুজনের এমন রহস্যজনক মৃত্যুতে গোটা দুবরাজপুর জুড়ে এখন শোকের ছায়া। পুলিশ সবকটি দিক খতিয়ে দেখে ঘটনার রহস্যভেদে মরিয়া।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ