খালেদা জিয়াকে নিয়ে করা মাশরাফির ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিরবিদায়ে শোকস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। বিএনপির এই শীর্ষ নেত্রীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা।
মাশরাফির বিশেষ বার্তা
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক হ্যান্ডেলে বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাশরাফি লেখেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই শোকের মুহূর্তে তাঁর শোকসন্তপ্ত পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’
আরও পড়ুন:খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে ‘নড়াইল এক্সপ্রেস’ আরও উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতির বন্ধুর পথে তাঁর যে দীর্ঘ লড়াই ও অনবদ্য অবদান, তা এ দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে তাঁর উত্তম প্রতিদানের প্রার্থনা করেন।
সাকিব ও ক্রীড়াতকাদের শোক
মাশরাফি ছাড়াও দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান তাঁর শোকবার্তায় সাবেক এই প্রধানমন্ত্রীর কর্মময় জীবনের প্রশংসা করেন। সাকিব লেখেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী আজ সকালে ইহকাল ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি দেশের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা অনস্বীকার্য। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সহমর্মিতা রইল।’
সাকিব ছাড়াও তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ ক্রীড়াঙ্গনের তারকা ব্যক্তিত্বরা এবং বিসিবি ও বাফুফের মতো প্রতিষ্ঠানগুলো পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
হাসপাতালে শেষ মুহূর্তের লড়াই
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার সঙ্গে লড়াই করছিলেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে নিউমোনিয়া ছাড়াও কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো একাধিক পুরনো রোগ প্রকট আকার ধারণ করে।
অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর ৬টার দিকে না ফেরার দেশে চলে যান দেশের এই বর্ষীয়ান নেত্রী।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশকে না বলে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড
- তারেক রহমান দেশে ফিরেই বিএনপির প্রার্থী তালিকায় করলেন বড় রদবদল, দেখুন তালিকা
- বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন যারা,দেখুন তালিকা
- আরও ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বাদ পড়লেন যারা, দেখুন তালিকা
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় ব্যাপক রদবদল, দেখুন তালিকা
- শেষ মুহূর্তে ১৫ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি, দেখুন তালিকা
- বিপিএল লাইভ-চট্টগ্রাম বনাম রংপুর: চলছে ম্যাচ, সরাসরি দেখুন Live
- খালেদা জিয়াকে নিয়ে করা সাকিবের ফেসবুক পোস্ট ভাইরাল, দেশ জুড়ে আলোচনার ঝড়
- খালেদা জিয়ার ৩ আসনে নাটকীয়তা: বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যারা
- এ' থেকে 'বি' ক্যাটাগরিতে অবনমন হলো তালিকাভুক্ত কোম্পানি
- ২০২৬ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ: মোট ৬৪ দিনের পূর্ণাঙ্গ ক্যালেন্ডার
- চলছে নোয়াখালী বনাম রাজশাহী ম্যাচ: খেলাটি সরাসরি Live দেখুন এখানে
- শরিকদের যত আসন ছাড় দিল জামায়াত
- চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স: সরাসরি Live দেখবেন যেভাবে
- চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন সরাসরি?