ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: অ্যাডিলেড বনাম ব্রিসবেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১০:৩৫:০২
আজকের খেলার সময়সূচি: অ্যাডিলেড বনাম ব্রিসবেন

কনকনে শীতের আমেজে ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উষ্ণতা নিয়ে আসছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাঠ। একদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগের (বিবিএল) উত্তেজনা, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জমজমাট এসএ টোয়েন্টির ধুন্ধুমার লড়াই। চার-ছক্কার এই মহোৎসব উপভোগ করতে আজ সারা দিনই খেলার মাঠের ব্যস্ততা থাকবে টেলিভিশনের পর্দায়।

আজকের দিনের অন্যতম আকর্ষণ বিগ ব্যাশ লিগে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও ব্রিসবেন হিট। এরপর বিকেলের নাস্তায় সঙ্গী হতে আসছে এসএ টোয়েন্টির লড়াই। যেখানে সানরাইজার্স ইস্টার্ন কেপ লড়বে পার্ল রয়্যালসের বিপক্ষে। দিনের শেষভাগে রাতকে রঙিন করতে মাঠে নামবে এমআই কেপটাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালস।

একনজরে দেখে নিন আজকের খেলার সময়সূচি ও টিভি চ্যানেল:

আজকের খেলার সূচি

ইভেন্টম্যাচসময় (বিডি)টিভি চ্যানেল
বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড বনাম ব্রিসবেন দুপুর ২টা ১৫ মিনিট স্টার স্পোর্টস ২
এসএ টোয়েন্টি সানরাইজার্স বনাম পার্ল রয়্যালস বিকেল ৫টা স্টার স্পোর্টস
এসএ টোয়েন্টি কেপটাউন বনাম প্রিটোরিয়া রাত ৯টা ৩০ মিনিট স্টার স্পোর্টস ২

ম্যাচ প্রিভিউ:

বিগ ব্যাশে আজ অ্যাডিলেড ও ব্রিসবেনের লড়াইয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার দ্রুতগতির উইকেটে ব্যাটারদের যেমন পরীক্ষা দিতে হবে, তেমনি বোলারদেরও দিতে হবে কঠিন পরীক্ষা।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে সানরাইজার্স ও পার্ল রয়্যালসের ম্যাচটি পয়েন্ট টেবিলের সমীকরণে বেশ গুরুত্বপূর্ণ। আর দিনের শেষ ম্যাচে কেপটাউন ও প্রিটোরিয়ার লড়াইয়ে নজর থাকবে বিশ্বসেরা সব অলরাউন্ডারদের পারফরম্যান্সের দিকে।

তাই রিমোট হাতে তৈরি হয়ে যান, মাঠের উত্তেজনা এখন সরাসরি আপনার ড্রয়িংরুমে!

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ