ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

২০২৬ বিশ্বকাপ: ব্রাজিল না আর্জেন্টিনা বিশ্বকাপ উঠবে কার হাতে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ৩১ ১৪:২৯:৪০
২০২৬ বিশ্বকাপ: ব্রাজিল না আর্জেন্টিনা বিশ্বকাপ উঠবে কার হাতে

২০২৬ বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে ফুটবল বিশ্বে। কার হাতে উঠবে আগামী বিশ্বজয়ের ট্রফি, তা নিয়ে জল্পনার অন্ত নেই। তবে ফুটবল অনুরাগীদের বড় এক ঝটকা দিলেন জার্মান মিডফিল্ড জেনারেল টনি ক্রুস। অধিকাংশ বিশেষজ্ঞ যখন আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে ফেভারিট মানছেন, তখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন এই কিংবদন্তি। ক্রুসের মতে, আগামী আসরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ফেভারিটের তালিকায় চমক

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে এক আড্ডায় মেতেছিলেন টনি ক্রুস। সেখানেই ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়নদের নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। ক্রুসের পছন্দের তালিকায় পর্তুগাল ছাড়াও ঠাঁই পেয়েছে লামিনে ইয়ামালের স্পেন এবং কিলিয়ান এমবাপের ফ্রান্স। তবে সবাইকে অবাক করে দিয়ে তিনি শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকার শক্তিশালী দল মরক্কোকেও।

উপেক্ষিত আর্জেন্টিনা, নেই জার্মানিও!

তালিকায় সবচেয়ে বড় চমক ছিল সাবেক চ্যাম্পিয়নদের অনুপস্থিতি। ক্রুস তার সেরা পাঁচের তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কিংবা রেকর্ড পাঁচবারের বিজয়ী ব্রাজিল—কাউকেই রাখেননি। এমনকি নিজের জন্মভূমি জার্মানিও তার বাজির তালিকায় স্থান পায়নি।

ব্রাজিলকে বাদ দেওয়া প্রসঙ্গে স্বাগতিক রোমারিওর কাছে দুঃখপ্রকাশ করে ক্রুস বলেন, ‘‘ক্ষমা করবেন রোমারিও, আমি ব্রাজিলের নাম রাখিনি। তবে তারা যদি শেষ পর্যন্ত ট্রফি জেতে, তবে সেটা তাদের যোগ্যতারই প্রমাণ হবে।’’ অন্যদিকে মরক্কোর প্রশংসা করে তিনি জানান, সাম্প্রতিক সময়ে কারিগরি বা টেকনিক্যাল দিক থেকে মরক্কো অবিশ্বাস্য উন্নতি করেছে, যা তাদের বড় মঞ্চে সাফল্যের পথে এগিয়ে দেবে।

ফিফার নতুন ফরম্যাট নিয়ে কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আগামী বিশ্বকাপটি হবে ৪৮ দলের। ফিফার এই বর্ধিত কলেবর নিয়ে মোটেও সন্তুষ্ট নন টনি ক্রুস। তার মতে, দলের সংখ্যা বাড়ালে ফুটবলের গুণগত মান নষ্ট হবে।

ক্রুস বলেন, ‘‘এই ফরম্যাটে ফুটবলারদের ওপর শারীরিক চাপ অনেক বাড়বে। এছাড়া গ্রুপপর্বে প্রচুর একপেশে ম্যাচ দেখার আশঙ্কা আছে, যেখানে বড় দলগুলো ৪-৫ গোলের ব্যবধানে জিতবে। সাধারণ দর্শকরা এমন নিরুত্তাপ লড়াই দেখতে পছন্দ করে না। আমি ব্যক্তিগতভাবে উচ্চমানের এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখার পক্ষে।’’

একনজরে বিশ্বকাপের সফলতম দলগুলো

বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে ব্রাজিলের আধিপত্য সবচেয়ে বেশি, তারা এখন পর্যন্ত ৫ বার শিরোপা জিতেছে। এরপরই ৪টি করে ট্রফি নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে জার্মানি ও ইতালি। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শোকেসে রয়েছে ৩টি শিরোপা। এছাড়া ফ্রান্স ও উরুগুয়ে ২ বার এবং স্পেন ও ইংল্যান্ড ১ বার করে বিশ্বসেরার মুকুট পরেছে।

ক্রুসের এই ভবিষ্যদ্বাণী কতটা সফল হবে, তা জানতে ২০২৬ সালের ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ফুটবল ভক্তদের।

আল-মামুন/

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ আর্জেন্টিনা বনাম ব্রাজিল ৪৮ দলের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ ২০২৬ টনি ক্রুস টনি ক্রুসের ভবিষ্যদ্বাণী ২০২৬ বিশ্বকাপ জিতবে কে? টনি ক্রুসের ফেভারিট দল আর্জেন্টিনা-ব্রাজিলকে বাদ দিলেন ক্রুস বিশ্বকাপের ফেভারিট ২০২৬ পর্তুগাল কি ২০২৬ বিশ্বকাপ জিতবে? ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৬ বিশ্বকাপ লিওনেল মেসি ও নেইমার লামিনে ইয়ামাল ও স্পেন কিলিয়ান এমবাপে ফ্রান্স বিশ্বকাপের নতুন শক্তি মরক্কো জার্মানি ফুটবল দল ২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাট টনি ক্রুসের সমালোচনা রোমারিওর ইউটিউব চ্যানেলে টনি ক্রুস একপেশে ফুটবল ম্যাচ ফিফা বিশ্বকাপ ইতিহাস সর্বোচ্চ বিশ্বকাপ জয়ী দেশ Toni Kroos 2026 FIFA World Cup 2026 World Cup Predictions Toni Kroos on Argentina and Brazil Who will win 2026 World Cup? Kroos picks Portugal to win World Cup 48 teams World Cup criticism Toni Kroos interview Romario World Cup favorites 2026 Morocco in 2026 World Cup ২০২৬ বিশ্বকাপ নিয়ে টনি ক্রুসের মন্তব্য কী? টনি ক্রুস কেন আর্জেন্টিনা ব্রাজিলকে ফেভারিট মানছেন না? টনি ক্রুসের মতে ২০২৬ বিশ্বকাপের সেরা ৫ দল ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে ফুটবলারদের মতামত

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ