ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজকের খেলার সময়সূচি: বিপিএল, বিগ ব্যাশ লিগ ও আইএল টি-টোয়েন্টি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০১ ০৯:৪০:২৫
আজকের খেলার সময়সূচি: বিপিএল, বিগ ব্যাশ লিগ ও আইএল টি-টোয়েন্টি

ক্রীড়াপ্রেমীদের জন্য আজ এক ব্যস্ততম দিন। ব্যাট-বলের ধুমধাড়াক্কা লড়াই থেকে শুরু করে ফুটবলের রোমাঞ্চকর দ্বৈরথ—সবই থাকছে আজকের খেলার তালিকায়। একদিকে বিপিএলে দেশি-বিদেশি তারকাদের মাঠ মাতানো পারফরম্যান্স, অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মতো জায়ান্টদের লড়াই। টি-টোয়েন্টি ক্রিকেটের জোয়ার বইছে বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি এবং এসএ টোয়েন্টিতেও।

ঘরে বসেই টেলিভিশনের পর্দায় উপভোগ করা যাবে এই রোমাঞ্চকর ম্যাচগুলো। এক নজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি ও চ্যানেল।

আজকের খেলার সময়সূচি:

প্রতিযোগিতাম্যাচসময়টিভি চ্যানেল
বিপিএল সিলেট বনাম ঢাকা বেলা ১:০০ টি স্পোর্টস ও নাগরিক
বিপিএল রংপুর বনাম রাজশাহী সন্ধ্যা ৬:০০ টি স্পোর্টস ও নাগরিক
বিগ ব্যাশ লিগ রেনেগেডস বনাম সিক্সার্স বেলা ১১:০০ স্টার স্পোর্টস ২
বিগ ব্যাশ লিগ হারিকেনস বনাম স্করচার্স দুপুর ২:১৫ স্টার স্পোর্টস ২
আইএল টি-টোয়েন্টি এলিমিনেটর (আবুধাবি-দুবাই) রাত ৮:৩০ পিটিভি স্পোর্টস
এসএ টোয়েন্টি জোবার্গ বনাম ডারবান রাত ৯:৩০ স্টার স্পোর্টস ২
প্রিমিয়ার লিগ লিভারপুল বনাম লিডস রাত ১১:৩০ স্টার স্পোর্টস সিলেক্ট ১
প্রিমিয়ার লিগ প্যালেস বনাম ফুলহাম রাত ১১:৩০ স্টার স্পোর্টস সিলেক্ট ২
প্রিমিয়ার লিগ সান্ডারল্যান্ড বনাম ম্যান সিটি রাত ২:০০ স্টার স্পোর্টস সিলেক্ট ১
প্রিমিয়ার লিগ ব্রেন্টফোর্ড বনাম টটেনহাম রাত ২:০০ স্টার স্পোর্টস সিলেক্ট ২

সংক্ষেপে আজকের বিশেষ আকর্ষণ:

আজকের দিনের প্রধান আকর্ষণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি বড় ম্যাচ। দুপুরে সিলেটের মুখোমুখি হবে ঢাকা এবং সন্ধ্যায় শক্তিশালী রংপুরের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। ক্রিকেট ভক্তদের জন্য রাতে থাকছে আইএল টি-টোয়েন্টির এলিমিনেটর রাউন্ডের উত্তেজনা। আর ফুটবল প্রেমীদের জন্য রাত জেগে দেখার মতো রয়েছে ম্যানসিটি ও লিভারপুলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো।

আপনার পছন্দের দলের জয় উপভোগ করতে চোখ রাখুন নির্দিষ্ট চ্যানেলগুলোতে!

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ