ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

২০২৬ ফুটবল ক্যালেন্ডার: বিশ্বকাপের বছরে ঠাসা সূচি, কখন কোথায় খেলা?

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০১ ১৫:০৯:০০
২০২৬ ফুটবল ক্যালেন্ডার: বিশ্বকাপের বছরে ঠাসা সূচি, কখন কোথায় খেলা?

নতুন দিনের আগমনী বার্তা নিয়ে আজ শুরু হয়েছে ইংরেজি নববর্ষ ২০২৬। ফুটবল প্রেমীদের জন্য এই বছরটি অন্য যেকোনো সময়ের চেয়ে বিশেষ। কারণ, চার বছর পর আবারও ফিরে আসছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহোৎসব ‘ফিফা ফুটবল বিশ্বকাপ’। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বসবে ফুটবলের এই মেগা আসর।

তবে কেবল বিশ্বকাপই নয়, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, আফ্রিকান নেশন্স কাপ এবং বিভিন্ন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বছরজুড়েই ব্যস্ত সময় পার করবেন ফুটবলাররা। ২০২৬ সালের ফুটবল বিশ্বের মাসভিত্তিক পূর্ণাঙ্গ সূচি পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো।

২০২৬ সালের বৈশ্বিক ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

মাসতারিখইভেন্ট/টুর্নামেন্টস্থান/পর্যায়
জানুয়ারি ৩-৫ জানুয়ারি আফ্রিকান নেশন্স কাপ শেষ ষোলো
৯-১০ জানুয়ারি আফ্রিকান নেশন্স কাপ কোয়ার্টার ফাইনাল
১৭ জানুয়ারি আফ্রিকান নেশন্স কাপ তৃতীয় স্থান নির্ধারণী
১৮ জানুয়ারি আফ্রিকান নেশন্স কাপ ফাইনাল (রাবাত)
২০-২১ জানুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব
২৮ জানুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব
২২ জানুয়ারি ইউরোপা লিগ গ্রুপ পর্ব
২৩-২৫ জানুয়ারি সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব
ফেব্রুয়ারি ১ ফেব্রুয়ারি সিএএফ কনফেডারেশন্স কাপ গ্রুপ পর্ব
৬-৮ ফেব্রুয়ারি সিএএফ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্ব
১১-১২ ফেব্রুয়ারি নারী চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ (১ম লেগ)
১৭-১৮ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ (১ম লেগ)
১৯ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপা ও কনফারেন্স লিগ প্লে-অফ (১ম লেগ)
২৪-২৫ ফেব্রুয়ারি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ (২য় লেগ)
২৬ ফেব্রুয়ারি উয়েফা ইউরোপা ও কনফারেন্স লিগ প্লে-অফ (২য় লেগ)
মার্চ ২-১১ মার্চ এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো (১ম ও ২য় লেগ)
১০-১১ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলো (১ম লেগ)
১২ মার্চ ইউরোপা ও কনফারেন্স লিগ শেষ ১৬ (১ম লেগ)
১৭-১৮ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ১৬ (২য় লেগ)
১৯ মার্চ ইউরোপা ও কনফারেন্স লিগ শেষ ১৬ (২য় লেগ)
২৪-২৫ মার্চ নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল (১ম লেগ)
২৬ মার্চ বিশ্বকাপ ইউরোপিয়ান প্লে-অফ সেমিফাইনাল
৩০-৩১ মার্চ বিশ্বকাপ প্লে-অফ (ইউরোপ ও ইন্টার-কনফে.) ফাইনাল
এপ্রিল ১-২ এপ্রিল নারী চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল (২য় লেগ)
৭-৮ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল (১ম লেগ)
৯ এপ্রিল ইউরোপা ও কনফারেন্স লিগ কোয়ার্টার ফাইনাল (১ম লেগ)
১৪-১৫ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল (২য় লেগ)
১৭-২৫ এপ্রিল এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট ফাইনাল রাউন্ড (সৌদি আরব)
২৫-২৬ এপ্রিল নারী চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল (১ম লেগ)
২৮-২৯ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল (১ম লেগ)
৩০ এপ্রিল ইউরোপা ও কনফারেন্স লিগ সেমিফাইনাল (১ম লেগ)
মে ৫-৬ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল (২য় লেগ)
৭ মে ইউরোপা ও কনফারেন্স লিগ সেমিফাইনাল (২য় লেগ)
১৩ মে ইতালিয়ান কাপ ফাইনাল রোম
১৬ মে ইংলিশ এফএ কাপ ফাইনাল ওয়েম্বলি
২০ মে উয়েফা ইউরোপা লিগ ফাইনাল (তুরস্ক)
২৩ মে নারী চ্যাম্পিয়ন্স লিগ / জার্মান ও ফ্রেঞ্চ কাপ ফাইনাল
২৪ মে প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি-আ শেষ দিন
২৭ মে উয়েফা কনফারেন্স লিগ ফাইনাল (লিপজিগ)
৩০ মে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (হাঙ্গেরি)
জুন-জুলাই ১১-২৮ জুন ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্ব
২৯ জুন-৩ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ ৩২
৪-৭ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ ১৬
৯-১১ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ কোয়ার্টার ফাইনাল
১৪-১৫ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ সেমিফাইনাল
১৮ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ তৃতীয় স্থান নির্ধারণী
১৯ জুলাই ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনাল (যুক্তরাষ্ট্র)
আগস্ট ১২ আগস্ট উয়েফা সুপার কাপ অস্ট্রিয়া
ডিসেম্বর ৬ ডিসেম্বর ইউরো ২০২৮ বাছাইপর্ব ড্র নর্দান আয়ারল্যান্ড

বিশ্বকাপের দামামা ও ক্লাব ফুটবলের রোমাঞ্চ

২০২৬ সালের সূচির দিকে তাকালে দেখা যায়, বছরের শুরু থেকেই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে আফ্রিকা। এরপর ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত চলবে ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই। মে মাসের শেষ দিকে ইউরোপের ঘরোয়া লিগগুলো শেষ হওয়ার পরপরই ফুটবল বিশ্বের পুরো নজর চলে যাবে উত্তর আমেরিকায়।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। ফলে ম্যাচের সংখ্যা এবং উত্তেজনার পারদ থাকবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (ইস্ট রাদারফোর্ড) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই বিশ্বযজ্ঞের। বছরের শেষ দিকে ফুটবল ভক্তদের নজর থাকবে ২০২৮ ইউরো বাছাইপর্বের ড্র-এর দিকে।

সব মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে এক অবিস্মরণীয় বছর।

আল-মামুন/

ট্যাগ: স্পোর্টস নিউজ ফিফা বিশ্বকাপ ২০২৬ Sports News খেলাধুলার খবর FIFA World Cup 2026 World Cup 2026 Fixtures FIFA World Cup 2026 Schedule ২০২৬ ফুটবল খেলার সূচি ২০২৬ বিশ্বকাপ ফুটবলের সময়সূচি ফিফা বিশ্বকাপ ২০২৬ ফিক্সচার ২০২৬ সালের ফুটবল ক্যালেন্ডার ফুটবল খেলার তালিকা ২০২৬ ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কবে আফ্রিকান নেশন্স কাপ ২০২৬ সূচি উয়েফা ইউরোপা লিগ ২০২৬ সময়সূচি নারী চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬ সূচি এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬ ২০২৬ বিশ্বকাপ ফাইনাল কবে এবং কোথায় ২০২৬ সালের বড় বড় ফুটবল ম্যাচগুলো কবে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ সময় ২০২৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কবে ফুটবল বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বের সময়সূচি ২০২৬ ফুটবল সূচি বিশ্বকাপ ২০২৬ সময়সূচি ফুটবল ফিক্সচার ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬ ফুটবল ক্যালেন্ডার আফ্রিকান নেশন্স কাপ ২০২৬ ফুটবল খেলা কবে 2026 Football Schedule 2026 World Football Calendar Global Football Events 2026 UEFA Champions League 2026 Final Date AFCON 2026 Match Schedule Europa League Final 2026 Venue FA Cup Final 2026 Schedule FIFA World Cup 2026 Group Stage Dates When is the 2026 FIFA World Cup final 2026 football tournament list by month Champions League 2026 knock-out stage schedule 2026 World Cup dates USA Canada Mexico Major football matches in 2026 calendar Football Schedule 2026 UEFA Champions League 2026 AFCON 2026 Football Calendar Soccer Schedule 2026 World Cup Final Date 2026 Sports Events

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ