Alamin Islam
Senior Reporter
হোবার্ট হারিকেনস বনাম সিডনি: খেলাটি সরাসরি দেখুন লাইভ
বিগ ব্যাশ লিগের (BBL) ২১তম ম্যাচে আজ সিডনিতে দেখা গেল ডেভিড ওয়ার্নারের রুদ্রমূর্তি। সিডনি থান্ডারের এই অভিজ্ঞ ওপেনারের বিধ্বংসী সেঞ্চুরিতে ভর করে হোবার্ট হারিকেনসের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে থান্ডাররা। জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে হারিকেনসও।
ওয়ার্নারের অতিমানবীয় ব্যাটিং
টস জিতে আগে ব্যাটিং করতে নামা সিডনি থান্ডারের শুরুটা অবশ্য মোটেও ভালো ছিল না। ইনিংসের প্রথম দুই বলেই ম্যাথিউ গিলকস ও স্যাম কনস্টাসকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন হোবার্টের উইল প্রেস্টউইজ। শূন্য রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলের হাল ধরেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মাঠের চারদিকে চার-ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে ওয়ার্নার মাত্র ৬৫ বলে খেলেছেন ১৩০ রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস। তার এই ইনিংসে ছিল ১১টি চার ও ৯টি বিশাল ছক্কার মার। স্ট্রাইক রেট ছিল ঠিক ২০০! তাকে যোগ্য সঙ্গ দেন স্যাম বিলিংস (২০) ও নিক ম্যাডিনসন (৩০)। শেষ দিকে ড্যানিয়েল স্যামসের ৬ বলে ১৪ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রানের পাহাড় গড়ে সিডনি থান্ডার।
সংক্ষিপ্ত স্কোর (সিডনি থান্ডার ইনিংস):
ডেভিড ওয়ার্নার: ১৩০* (৬৫ বল)
নিক ম্যাডিনসন: ৩০ (২৬ বল)
উইল প্রেস্টউইজ: ২/১৯
হারিকেনসের পাল্টা আক্রমণ
২০৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে হোবার্ট হারিকেনসও মোক্ষম জবাব দিচ্ছে। ওপেনার টিম ওয়ার্ড মাত্র ২০ বলে ৪১ রান করে অপরাজিত আছেন, যার মধ্যে রয়েছে ৭টি চার ও ১টি ছক্কা। অপর প্রান্তে মিচেল ওয়েন ৪ বলে ১২ রান নিয়ে ক্রিজে আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪ ওভার শেষে হোবার্ট হারিকেনসের সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান। ম্যাচ জিততে হলে হারিকেনসকে এখনো ৯৬ বলে ১৫২ রান করতে হবে। বর্তমান রান রেট ১৩.৫০ হলেও জয়ের জন্য তাদের প্রয়োজনীয় রান রেট ৯.৫০।
কার পাল্লা ভারী?
গুগল লাইভ ফোরকাস্টার অনুযায়ী, ম্যাচটিতে জয়ের সম্ভাবনায় কিছুটা এগিয়ে রয়েছে সিডনি থান্ডার (৫৪.২৮%)। তবে পাওয়ার প্লে-তে হারিকেনস যেভাবে শুরু করেছে, তাতে ম্যাচের মোড় যেকোনো সময় ঘুরে যেতে পারে।
সিডনির বোলারদের মধ্যে টম অ্যান্ড্রুজ, নাথান ম্যাকঅ্যান্ড্রু ও ওয়েস অ্যাগাররা চেষ্টা করছেন ব্রেক-থ্রু এনে দিতে। সিডনি কি পারবে ওয়ার্নারের সেঞ্চুরিকে জয়ে রূপান্তর করতে, নাকি টিম ওয়ার্ডের ব্যাটে চড়ে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেবে হোবার্ট? উত্তেজনায় ঠাসা এই ম্যাচের দিকেই এখন তাকিয়ে ক্রিকেট বিশ্ব।
খেলাটি সরাসরি লাইভ দেখতে এখানেক্লিক করুন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপিতে পরিবর্তনের হাওয়া: জানা গেল বিএনপির চেয়ারম্যান হচ্ছে কে
- আইপিএল থেকে বাদ পড়ার পর এক কথায় জবাব দিলেন মুস্তাফিজ
- না খেলেই মুস্তাফিজ কী ৯ কোটি ২০ লাখ রুপি পাবে, যা বলছে আইপিএলের নিয়ম
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, জানুন মূল্য তালিকা
- মুস্তাফিজ আইপিএল খেলতেপারবেকিনা জানিয়ে দিল বিসিসিআই
- তারেক রহমানকে নরেন্দ্র মোদির বিশেষ চিঠি, জানা গেল কী লিখা আছে তাতে
- সরকারি বেতন নিয়ে বড় সুখবর, নবম পে স্কেলে আসছে চূড়ান্ত মোড়
- ১৬ খাতের শেয়ারে বড় মুনাফা করল যারা
- আজকের সোনার দাম: (শুক্রবার,৩জানুয়ারি ২০২৬)
- আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের! বিসিসিআই-এর কড়া নির্দেশে বিপাকে কলকাতা
- দলিল থাকলেও জমি বাতিল! জেনে নিন ঝুঁকিতে থাকা ৫ ধরনের সম্পত্তির কথা
- আজকের সোনার দাম: (রবিবার, ৪ জানুয়ারি ২০২৬)
- সপ্তম গণবিজ্ঞপ্তি এনটিআরসিএ: ৬৮ হাজার শিক্ষক নিয়োগে তোড়জোড়
- কিছুক্ষণ পর ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স ম্যাচ: খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মোদি কাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়?