না খেলেই মুস্তাফিজ কী ৯ কোটি ২০ লাখ রুপি পাবে, যা বলছে আইপিএলের নিয়ম
আইপিএলের নিলামে এবার বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে ডেরায় ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে মাঠের লড়াই শুরুর আগেই স্বপ্নভঙ্গ হলো 'দ্য ফিজ'-এর। বিশেষ পরিস্থিতির কারণে বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়েছে কেকেআর কর্তৃপক্ষ।
এখন কোটি টাকার প্রশ্ন হলো—মুস্তাফিজের জন্য বরাদ্দকৃত এই বিশাল অঙ্কের পারিশ্রমিক কি তিনি পাবেন, নাকি পুরো টাকা ফিরে যাবে কলকাতার পকেটে?
কেন বাদ পড়লেন মুস্তাফিজ?
ভারতে উদ্ভূত বিশেষ পরিস্থিতির প্রেক্ষিতে মুস্তাফিজকে নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু করে একটি পক্ষ। জনরোষ ও ফ্র্যাঞ্চাইজির ওপর চাপের কথা মাথায় রেখে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সরাসরি কেকেআরকে নির্দেশ দেন মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। বোর্ডের এমন অনমনীয় অবস্থানের কারণে কেকেআর তাদের এই দামী সম্পদকে স্কোয়াড থেকে সরিয়ে নিতে বাধ্য হয়।
কেকেআর কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা কেবল বিসিসিআইয়ের আদেশ পালন করেছে। একই সঙ্গে বোর্ড তাদের একজন বিকল্প খেলোয়াড় নেওয়ারও সবুজ সংকেত দিয়েছে।
চুক্তির টাকা কি পাবেন ফিজ?
সাধারণত কোনো ক্রিকেটার চোট বা ব্যক্তিগত অজুহাতে আইপিএল থেকে নাম সরিয়ে নিলে তিনি কোনো পারিশ্রমিক পান না। উল্টো দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তিনি চোটমুক্ত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও তার খেলার অনুমতি ছিল। তিনি নিজ থেকে সরে দাঁড়াননি, বরং তাকে খেলতে দেওয়া হচ্ছে না।
আইপিএলের আইনি ধারা অনুযায়ী, যদি বিসিসিআই কোনো ক্রিকেটারকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়, তবে ওই ক্রিকেটারের চুক্তিকৃত অর্থ ফ্র্যাঞ্চাইজিকে পরিশোধ করতে হয় না। অর্থাৎ, মুস্তাফিজের সেই ৯ কোটি ২০ লাখ রুপি থেকে তিনি এক পয়সাও পাবেন না। পুরো অর্থটি কেকেআর রিফান্ড হিসেবে ফেরত পাবে।
'দৈব দুর্ঘটনা'র কবলে ৯ কোটি ২০ লাখ রুপি
মুস্তাফিজের এই ঘটনাকে আইপিএলের ভাষায় 'দৈব দুর্ঘটনা' হিসেবে গণ্য করা হচ্ছে। যেখানে কোনো পক্ষই পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না। যেহেতু এটি একটি বিশেষ নির্দেশের ফল, তাই কেকেআরের ওপর আর্থিক কোনো দায়বদ্ধতা থাকছে না। তবে মুস্তাফিজ যদি এই ক্ষতির বিপরীতে বিসিসিআই বা কেকেআরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন, তবে বিষয়টি আইনি জটিলতায় রূপ নিতে পারে।
কেকেআরের বর্তমান সংকট
বিসিসিআই বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ দিলেও কেকেআর বেশ বিপাকে আছে। বর্তমানে তাদের বাজেট বা পার্সে অবশিষ্ট আছে মাত্র ৪৫ লাখ রুপি। এই নামমাত্র মূল্যে মুস্তাফিজের মানের কোনো বোলার খুঁজে পাওয়া অসম্ভব। তাই মুস্তাফিজের চুক্তির সেই ৯ কোটি ২০ লাখ রুপি ফেরত পাওয়া কেকেআরের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অর্থ ব্যবহার করেই তারা নতুন কাউকে দলে ভেড়াতে পারবে।
সব মিলিয়ে নিলামের টেবিলে ইতিহাস গড়লেও, মাঠের বাইরের মারপ্যাঁচে আইপিএলের পারিশ্রমিক থেকে বঞ্চিতই হতে হচ্ছে বাংলাদেশের এই তারকা পেসারকে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপিতে পরিবর্তনের হাওয়া: জানা গেল বিএনপির চেয়ারম্যান হচ্ছে কে
- আইপিএল থেকে বাদ পড়ার পর এক কথায় জবাব দিলেন মুস্তাফিজ
- না খেলেই মুস্তাফিজ কী ৯ কোটি ২০ লাখ রুপি পাবে, যা বলছে আইপিএলের নিয়ম
- এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ, জানুন মূল্য তালিকা
- মুস্তাফিজ আইপিএল খেলতেপারবেকিনা জানিয়ে দিল বিসিসিআই
- তারেক রহমানকে নরেন্দ্র মোদির বিশেষ চিঠি, জানা গেল কী লিখা আছে তাতে
- সরকারি বেতন নিয়ে বড় সুখবর, নবম পে স্কেলে আসছে চূড়ান্ত মোড়
- ১৬ খাতের শেয়ারে বড় মুনাফা করল যারা
- আজকের সোনার দাম: (শুক্রবার,৩জানুয়ারি ২০২৬)
- আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের! বিসিসিআই-এর কড়া নির্দেশে বিপাকে কলকাতা
- দলিল থাকলেও জমি বাতিল! জেনে নিন ঝুঁকিতে থাকা ৫ ধরনের সম্পত্তির কথা
- আজকের সোনার দাম: (রবিবার, ৪ জানুয়ারি ২০২৬)
- সপ্তম গণবিজ্ঞপ্তি এনটিআরসিএ: ৬৮ হাজার শিক্ষক নিয়োগে তোড়জোড়
- কিছুক্ষণ পর ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স ম্যাচ: খেলা সরাসরি দেখবেন যেভাবে
- মোদি কাকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়?