ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ, যে অবস্থানে আইসিসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৪ ২১:১৯:০৬
ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ, যে অবস্থানে আইসিসি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বড় ধরনের নাটকীয় মোড় নিল। নিরাপত্তার অজুহাতে ভারতের মাটিতে পা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো হয়েছে যে, টাইগারদের ম্যাচগুলো যেন ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই প্রস্তাবের ওপর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।

ভেন্যু বদলের পথে আইসিসি?

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিজবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের দাবিটি আইসিসি উড়িয়ে দিচ্ছে না। বরং ভারতের বাইরে টাইগারদের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি নিয়ে তারা ইতিবাচকভাবে ভাবছে। যদিও বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত কোনো টেবিল বৈঠক হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এ বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে।

কেন এই কঠোর অবস্থান বিসিবির?

আজ (৪ জানুয়ারি) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদ একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসে। সেখানে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সার্বিক পরিস্থিতি এবং ভারতের বর্তমান অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠক শেষে বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ভারতের বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ড কোনো ঝুঁকি নিতে রাজি নয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "বিগত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলকে ভারতে পাঠানো সম্ভব নয়। খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই আইসিসিকে ম্যাচগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।"

নেপথ্যে মুস্তাফিজকে নিয়ে বিসিসিআই-এর রহস্যময় সিদ্ধান্ত

গুঞ্জন রয়েছে, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রভাবই বিসিবিকে এমন কঠোর সিদ্ধান্তে বাধ্য করেছে। সম্প্রতি ভারতের কট্টরপন্থী কয়েকটি সংগঠনের চাপের মুখে বিসিসিআই মুস্তাফিজকে নিয়ে শক্ত অবস্থান নেয়। এমনকি কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। এই বিষয়টি বিসিবির নজরে আসার পর থেকেই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকট হয়।

সূচিতে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের চারটি ম্যাচের জন্য বাংলাদেশের ভারত সফরের কথা ছিল। যার সূচি নিচে দেওয়া হলো:

৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)

পরবর্তী ম্যাচ: বনাম ইতালি (কলকাতা)

১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)

১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বাই)

এই ম্যাচগুলোর ভাগ্য এখন ঝুলে আছে আইসিসির সিদ্ধান্তের ওপর। বিসিবি আশা করছে, আইসিসি পরিস্থিতিটির সংবেদনশীলতা বুঝতে পারবে এবং দ্রুত একটি নিরাপদ সমাধান প্রদান করবে।

আল-মামুন/

ট্যাগ: ক্রিকেট সংবাদ বাংলাদেশ ক্রিকেট bangladesh vs india T20 World Cup 2026 BCB Cricket News Eden Gardens Mustafizur Rahman বাংলাদেশ ভারতে খেলবে না বিসিবি বনাম বিসিসিআই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ভেন্যু পরিবর্তন ভারতে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল আইসিসির কাছে বিসিবির আবেদন বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে বিসিবির জরুরি সভা ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল মুস্তাফিজুর রহমান বিসিসিআই নিউজ কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজের বিদায় মুস্তাফিজকে নিয়ে ভারতের কট্টরপন্থীদের আন্দোলন কেন মুস্তাফিজকে বাদ দিল কেকেআর? বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ইডেন গার্ডেনস বাংলাদেশ বনাম নেপাল মুম্বাই ম্যাচ ইডেন গার্ডেনসে বাংলাদেশের ম্যাচ বাতিল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কেন ভারতে খেলবে না? আইসিসি কি বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেবে? মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিসিসিআই-এর নতুন সিদ্ধান্ত কী? Bangladesh refuses to play in India BCB T20 World Cup 2026 latest news ICC response to BCB venue change request Bangladesh cricket team security in India Relocation of Bangladesh matches from India T20 World Cup 2026 venue update ICC T20 WC 2026 Bangladesh schedule Mustafizur Rahman KKR controversy BCCI instruction to KKR about Mustafizur Why Bangladesh is not traveling to India? Bangladesh vs India cricket diplomatic tension Bangladesh vs England T20 WC 2026 venue Bangladesh vs West Indies Eden Gardens update Bangladesh vs Nepal Wankhede stadium match Will ICC move Bangladesh matches out of India? Why did BCB refuse to travel to India for T20 World Cup? ICC Venue Change Bangladesh Cricket Board Security Concerns Wankhede Stadium

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ