ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১০:৫৪:৫০
টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়ে যত টাকা পেলেন মাহমুদউল্লাহ

বিপিএলের চলতি আসরে অভিজ্ঞতার জয়গান গাইছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে আরোহণ করেছে রংপুর রাইডার্স। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলে টানা দ্বিতীয় ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার বগলদাবা করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। পেলেন ২ লাখ টাকা।

খাদের কিনারা থেকে রংপুরের ঘুরে দাঁড়ানো

ম্যাচের শুরুটা মোটেও সুখকর ছিল না রংপুর রাইডার্সের জন্য। ঢাকার বোলিং তোপে মাত্র ৩১ রান তুলতেই সাজঘরে ফেরেন দলটির প্রথম সারির তিন ব্যাটার। পাওয়ার প্লের ৬ ওভার শেষ হওয়ার আগেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। এমন কঠিন পরিস্থিতিতে উইকেটে এসে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ। তার ব্যাট থেকেই আসে লড়াই করার মতো পুঁজি।

রিয়াদের লড়াকু ফিফটি

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে ৪১ বলে ৫১ রানের একটি কার্যকর ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তার এই ফিফটির ওপর ভর করেই জয়ের সুবাস পায় রংপুর। ঢাকার বোলারদের সামলে দলের রান রেট সচল রাখার পুরস্কার হিসেবে ম্যাচ শেষে তার হাতে ওঠে সেরার ট্রফি।

ম্যাচসেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ

টানা দুই ম্যাচে জয়ের কারিগর হতে পেরে উচ্ছ্বসিত রিয়াদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি নিজের সাফল্যের কৃতিত্ব দেন সৃষ্টিকর্তাকে। মাহমুদউল্লাহ বলেন, “আলহামদুলিল্লাহ! প্রথমত, এমন একটি ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। তবে দিনশেষে মাঠের লড়াই আরও একবার বুঝিয়ে দিল যে ক্রিকেট কতটা অনিশ্চয়তার খেলা (আনপ্রেডিক্টেবল)।”

নিজের বর্তমান ফর্ম ও ব্যাটিং ছন্দ নিয়ে তিনি আরও যোগ করেন, “ব্যাটিংয়ে এখন বেশ ভালো একটা মোমেন্টাম পাচ্ছি। এর আগেও কয়েকবার দলের প্রয়োজনে এভাবে খেলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ছন্দটা ফিরে পেয়ে ভালো লাগছে। ইনশাআল্লাহ, সামনের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।”

পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স

এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে রংপুর। দলের তরুণ ও বিদেশি ক্রিকেটারদের ভিড়ে মাহমুদউল্লাহর এমন ধারাবাহিক পারফরম্যান্স ফ্র্যাঞ্চাইজিটির আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আল-মামুন/

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ Mahmudullah Riyad Dhaka Capitals Rangpur Riders বিপিএল পয়েন্ট টেবিল ২০২৬ BPL news today বিপিএল নিউজ বিপিএল আজকের খেলা BPL 2026 Points Table Update মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএল ২০২৬ রিয়াদের ব্যাটিং আজ টানা দুই ম্যাচে সেরা মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটি সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদের ম্যাচসেরা হওয়ার খবর রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের জয় ঢাকা ক্যাপিটালস হারল রংপুর রাইডার্স পয়েন্ট টেবিল ম্যাচসেরা হয়ে যা বললেন মাহমুদউল্লাহ ক্রিকেট আনপ্রেডিক্টেবল মাহমুদউল্লাহ মাহমুদউল্লাহর আজকের সাক্ষাৎকার Mahmudullah Riyad batting today Mahmudullah Riyad man of the match Riyad consecutive man of the match Mahmudullah Riyad 51 runs 41 balls Mahmudullah Riyad BPL 2026 performance Rangpur Riders vs Dhaka Capitals Rangpur Riders win highlights Rangpur Riders top of the points table BPL todays match result What Mahmudullah said today Mahmudullah Riyad interview after match Man of the Match ম্যাচসেরা বিপিএলে টানা দুই ম্যাচে সেরা হলেন কে রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচের ফলাফল মাহমুদউল্লাহ রিয়াদের আজকের ইনিংসের বিস্তারিত Mahmudullah Riyad reaction after becoming man of the match BPL 2026 latest points table status

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ