Alamin Islam
Senior Reporter
বিশ্বকাপের আগে বড় সুযোগ: হামজা-সামিতদের নিয়ে মালদ্বীপে খেলবে বাংলাদেশ?
আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে আন্তর্জাতিক প্রীতি টুর্নামেন্ট খেলার বড় এক প্রস্তাব পেল বাংলাদেশ। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) ৭৫ বছর পূর্তি বা হীরক জয়ন্তী উপলক্ষে আয়োজিত চার জাতির আসরে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে লাল-সবুজদের। এই টুর্নামেন্টটি জুনের ফিফা উইন্ডোতে হওয়ায় হামজা চৌধুরী ও সামিত সিংয়ের মতো প্রবাসী তারকাদের পাওয়ার পথও সুগম হয়েছে।
মালদ্বীপের বিশেষ আয়োজন ও ফিফা কানেকশন
নিজেদের ফুটবলের বিশেষ এই মাইলফলক উদ্যাপনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে টুর্নামেন্টটি আয়োজন করতে চায় মালদ্বীপ। সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দ্বীপদেশটি সফরকালে এই বিশেষ আসরের লোগো উন্মোচন করা হয়েছিল। উল্লেখ্য, ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের ৫০ বছর পূর্তিতেও খেলেছিল বাংলাদেশ। এবার ৭৫ বছরের বিশেষ উৎসবেও তাবিথ আউয়ালের দলকে পাশে চায় তারা। ইতোমধ্যে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়ে রেখেছে।
তাবিথ আউয়ালের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে
আজই মালদ্বীপের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি বাফুফে ভবনে এসে পৌঁছেছে। তবে এতে চূড়ান্ত সম্মতি দেওয়ার আগে নীতিনির্ধারকদের আলোচনার প্রয়োজন রয়েছে। খুব শীঘ্রই নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল কিংবা জাতীয় দল কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন। মূলত দলের প্রস্তুতি ও সামগ্রিক সূচি বিবেচনা করেই দেওয়া হবে চূড়ান্ত বার্তা।
জুনের উইন্ডো: হামজা-সামিতদের খেলার পথ পরিষ্কার
ফুটবল প্রেমীদের জন্য বড় খবর হলো, টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১ থেকে ৯ জুন—যা ফিফার আন্তর্জাতিক উইন্ডোর অন্তর্ভুক্ত। যেহেতু ফিফা উইন্ডোতে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য, তাই লেস্টার সিটির হামজা চৌধুরী কিংবা সামিত সিংয়ের মতো ফুটবলারদের এই টুর্নামেন্টে খেলানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকবে না। বিশ্বকাপের ঠিক আগে ১-৯ জুনের এই সময়টাতে বড় দলগুলো চূড়ান্ত প্রস্তুতি নিলেও, বাংলাদেশের মতো দলগুলোর জন্য এটি র্যাঙ্কিং উন্নয়নের দারুণ সুযোগ।
সামনের ব্যস্ত সূচি ও প্রস্তুতি পরিকল্পনা
মালদ্বীপের এই টুর্নামেন্টের আগে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লড়াইয়ের প্রস্তুতি হিসেবে মালয়েশিয়া অথবা থাইল্যান্ডের মাটিতে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ফেডারেশন। বিদেশের মাটিতে ম্যাচ আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে দেশের মাটিতেই খেলার ব্যবস্থা করবে বাফুফে।
সব মিলিয়ে, ২০২৬ বিশ্বকাপের ডামাডোলের মাঝে জুনের এই চার জাতির টুর্নামেন্ট বাংলাদেশের জন্য হতে পারে নিজেদের শক্তি ঝালিয়ে নেওয়ার মোক্ষম মঞ্চ।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের জনপ্রিয় পেসার
- বাংলাদেশ বিশ্বকাপ না খেললে? বিকল্প হিসেবে নাম আসছে যে দেশের
- earthquake today: পর পর দুইবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- অবশেষে সুখবর পেলেন বিএনপির ২৩ নেতা
- ভারতের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ, যে অবস্থানে আইসিসি
- কলকাতার হাসপাতালে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
- মুস্তাফিজকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যা জানালো আইপিএল কর্তৃপক্ষ
- জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটেররেজাল্ট,যেভাবে দেখবেন
- earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?
- বাংলাদেশ বিশ্বকাপ খেলাতে ভারতে না গেলে কী হবে? আইসিসির সামনে কঠিন তিন পথ
- চলছে রংপুর বনাম চট্টগ্রাম ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- আজ সিলেট বনাম নোয়াখালী ম্যাচ: খেলাটি কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সোনার বাজারে বড় রেকর্ড: ভরিতে বাড়লো ৫১৩২ টাকা
- আজকের সোনার দাম: আজ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- Sylhet Titans vs Noakhali Express Live:খেলাটি সরাসরি দেখুন Live