ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজই সপ্তম গণবিজ্ঞপ্তি: আবেদনের নতুন নিয়মে বড় চমক

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১৮:৪৯:৫৮
আজই সপ্তম গণবিজ্ঞপ্তি: আবেদনের নতুন নিয়মে বড় চমক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতার স্বপ্ন যারা দেখছেন, তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে আজ। সোমবার ৬৭ হাজার শূন্যপদে নিয়োগের লক্ষ্যে 'সপ্তম গণবিজ্ঞপ্তি' প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, আজই নিয়োগের এই বিশাল বিজ্ঞপ্তিটি আলোর মুখ দেখবে। আজ অনলাইনে প্রকাশের পাশাপাশি আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বেশ কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিকে এটি দেখা যাবে।

বয়স নির্ধারণে আগের নিয়মই বহাল

চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বয়স গণনা। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এবারের বিজ্ঞপ্তিতেও বয়স নির্ধারণের ক্ষেত্রে বিশেষ সুবিধা রাখা হয়েছে। গত বছরের জুন মাস থেকে প্রার্থীদের বয়স হিসাব করা হবে। উল্লেখ্য যে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার ভিত্তি হিসেবে ২০২৫ সালের ৪ জুন তারিখটি ব্যবহার করা হয়েছিল। সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও সেই একই তারিখ অপরিবর্তিত রাখা হয়েছে।

৪০ নয়, পছন্দ করা যাবে মাত্র ৭টি প্রতিষ্ঠান

এবারের গণবিজ্ঞপ্তির সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে আবেদনের পদ্ধতিতে। আগে যেখানে একজন প্রার্থী নিয়োগের জন্য সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করার সুযোগ পেতেন, এখন সেই সুযোগ সংকুচিত করে মাত্র সাতটি (৭) প্রতিষ্ঠানে নামিয়ে আনা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, চয়েস লিস্ট বা পছন্দের তালিকায় এই আমূল পরিবর্তনের ফলে নিয়োগের সুপারিশ প্রক্রিয়া অনেক বেশি দ্রুত ও স্বচ্ছ হবে।

যুক্ত হচ্ছে 'আদার অপশন'

পছন্দের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও যদি কোনো প্রার্থী অন্য কোথাও নিয়োগ পেতে আগ্রহী থাকেন, তবে তাদের জন্য থাকছে 'আদার অপশন' ব্যবহারের সুযোগ। এই ফিচারের মাধ্যমে প্রার্থী তার সম্মতি বা অসম্মতি জানাতে পারবেন, যা নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজতর করে তুলবে।

মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন

সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছিল এনটিআরসিএ। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এই নিয়োগের অনুমতি প্রদান করায় আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিটি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংকট অনেকাংশেই দূর হবে বলে আশা করা হচ্ছে।

আল-মামুন/

ট্যাগ: শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএ বেসরকারি শিক্ষক নিয়োগ সপ্তম গণবিজ্ঞপ্তি বেসরকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NTRCA teacher recruitment 2026 এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি ২০২৬ ৬৭ হাজার শিক্ষক নিয়োগ 7th Gono Biggopti NTRCA 7th Circular 2026 এনটিআরসিএ নিউজ এনটিআরসিএ আজকের খবর NTRCA notice board এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম NTRCA official website এনটিআরসিএ রেজাল্ট ও নিয়োগ সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম গণবিজ্ঞপ্তিতে ৭টি প্রতিষ্ঠান পছন্দ এনটিআরসিএ আদার অপশন NTRCA Other Option সপ্তম গণবিজ্ঞপ্তিতে বয়স গণনা বেসরকারি শিক্ষক নিয়োগের নতুন নিয়ম ৭টি পছন্দক্রম শিক্ষক নিয়োগ NTRCA application rule change সপ্তম গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে? ৬৭ হাজার শিক্ষক নিয়োগের খবর এনটিআরসিএ সপ্তম গণবিজ্ঞপ্তিতে বয়স কত? How to apply for NTRCA 7th Gono Biggopti NTRCA age calculation rules 2026 বেসরকারি শিক্ষক নিয়োগের বয়সসীমা কত? ৬ জানুয়ারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আজকের শিক্ষক নিয়োগ নিউজ ৬৭ হাজার শূন্যপদ শিক্ষক নিয়োগ বেসরকারি শিক্ষক নিয়োগ ২০২৬ পদ সংখ্যা NTRCA 67000 teacher recruitment news শিক্ষক নিয়োগ ২০২৬ আবেদনের নিয়ম পরিবর্তন আজকের নিউজ NTRCA news today আমিনুল ইসলাম এনটিআরসিএ

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ